

মার্ক্সবাদী বিপ্লবী আর্নেস্তো চে গুয়েভারাকে হত্যার দাবি করেছিলেন বলিভিয়ার সৈনিক মারিও তেরান স্যালাজার। গত বৃহস্পতিবার ৮০ বছর বয়সে মারিও তেরান মারা গেছেন বলে জানিয়েছেন তাঁর স্বজনেরা। খবর বার্তা সংস্থা এএফপির। প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৬৭ সালের ৯ অক্টোবর বলিভিয়ার পূর্ব সান্তা ক্রুজ প্রদেশের এক জঙ্গলে চে গুয়েভারাকে গুলি করে হত্যা করেছিলেন মারিও তবে হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসা […]
বিস্তারিত »