" Imagination list to creativity, Creativity blossom thinking, Thinking provides Knowledge, Knowledge resells Innovation, Innovation make the nation."
– এ পি জে কালাম।
যা এ পি জে কালাম ভারতীয় নবীন প্রজন্মের মধ্যে মাথার মধ্যে স্থাপিত করে গিয়েছেন।
খুব সংক্ষেপে এটি এ পি জে কালামের পূর্নাঙ্গ জীবন কাহিনীর কথা বলে।
তাঁর প্রিয় শিক্ষক একটি উড়োজাহাজের ছবি ক্লাস বোর্ডে এঁকেছিলেন সেই উড়োজাহাজের ছবিটি তাঁর কল্পনায়ে ( Imagination) নানান কল্পনা সারি বদ্ধ করে দিয়েছিল দিয়েছিল, এখান থেকে তার নতুনত্বের (Creativity) সৃষ্টির সূচনা, সেখান থেকে তার চিন্তা শক্তি (thinking) বিকশিত হতে থাকে, জ্ঞানার্জনকে (Knowledge) পূর্নাঙ্গতা দিতে তিনি এ্যরোনটিক্যাল ইন্জিনিয়র হওয়ার ইচ্ছায় বিশ্ব বিদ্যালয়ে ভর্তি হন, মহাকাশ যান নিয়ে গবেষনা ( Innovation) মিসাইল নিয়ে গবেষনা, গবেষণার মধ্য দিয়ে সাফল্য অর্জন করে তিনি নিজেই মিসাইল ম্যান হয়ে ভারতকে নিয়ে যান বিজ্ঞানের এক উন্নত স্তরে অবশেষে ভারতীয় জনগনের রাষ্ট্রপতি এবং একজন বিজ্ঞানী রাষ্ট্রপতি।
যদিও সবার পক্ষ্য একজন বিজ্ঞানী রাষ্ট্রপতি হওয়া সম্ভব নয় তবুও জীবনের শেষ নিশ্বাস পর্যন্ত একজন বিজ্ঞানী রাষ্ট্রপতি হওয়ার কল্পনার বীজ ভারতীয় নবীন প্রজন্মের মধ্যে বপন করে গিয়েছেন।
তারিখ: নভেম্বর ১৪, ২০১৮
রেটিং করুনঃ ,