Facebook
প্রথম আলো পত্রিকা আজ ফেস বুক নিয়ে একটি গবেষনা রিপোর্ট প্রকাশ করেছে – যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা গবেষনা করে বলেছেন ফেসবুক ব্যবহারের ফলে ব্যবহারকারীরা পেতে পারেন একরাশ দুঃখ আর হতাশা। আরও কিছু তথ্য যোগ করে বলেছেন, মানুষ যত বেশি সময় ফেসবুকে কাটায়, ততই তাঁর ঈর্ষা বাড়ে, একাকিত্ব বোধ হয় ও রাগে ফুঁসতে থাকে।
আবার হয়তো দেখা যাবে অন্য একদল গবেষকে গবেষনা করে বলেছেন ফেসবুক ব্যবহারের ফলে ব্যবহারকারীরা পেতে পারেন একরাশ সুখের অনুভুতি আর জীবনে চরম সাফল্য। আরও কিছু তথ্য যোগ করে বলতে পারেন, মানুষ যত বেশি সময় ফেসবুকে কাটায়, ততই তাঁর উদারতা বাড়ে, জীবন বন্ধুত্ব ময় হয় ও মন শান্ত, স্থির থাকে।
Facebook সময়ের একটি আবিস্কার, এ নিয়ে দুই চার কথা বলাটা আমার জন্য বে-মানান, অনেকেই বলতে পারেন আদিকাল মনের অথবা অতি আধুনিক। তাই Facebook নিয়ে সু-কথা বা অ-কথা না বলাই ভালো।
আমার কাছে Facebook অর্থ মুখোমন্ডল বই, পুস্তুক (Noun অর্থে ) অথবা বই, পুস্তুককে মোকাবেলা করা (Verb অর্থে) তবে Facebook অর্থে যা বুঝানো হোক না কেন আর আমি যতই আদিকাল মনের অথবা অতি আধুনিক মনের হই না কেন প্রথম আলো ব্লগের অনেকেই জানেন যে আমি একজন ইরাণের জগৎ বিখ্যাত কবি ওমর খৈয়ামের পাঠক বা ভক্ত। তিনি তাঁর এক বিখ্যাত রুবাই-এ একটি লাইন ফার্সী ভাষায় লিখেছেন।
” কাহ ওয়াযে, দহলে বেরাদর আয দূর খোশ আস্ত”
ফিটজেরাল্ডের ইংরেজী অনুবাদেঃ
Nor heed the music of a distance Drum
(Rubai XI )
বাংলা অনুবাদেঃ
কেননা দূরের ঢোলের আওয়াজ শুনতে অনেক মধুর মনে হয়।
তাই ওমর খৈয়ামের একটি বিখ্যাত দর্শনের মতই আমার কাছে মনে হয়েছে Facebook এর মধ্যমে যাদের সাথে ভালো সম্পর্ক গড়ে উঠেছে বা পরিবারের যাদের মধ্যে আরও সম্পর্ক সু-দৃঢ় হয়েছে তা দূরের ঢোলের শব্দ শুনতে অনেক মধুর সে কারণে, Facebook এর বাসিন্দারা অনেক দূরে দূরে থাকেন বলে। Facebook- এ যারা খুব সু-সম্পর্কের তাঁরা যদি খুব কাছে থাকতেন তখন তাঁরা হয়তো কানের খুব কাছে ঢোল বাজালে যে দশা হয় তেমন দশাই হতো। আমার খুব কাছে যারা আছেন তাঁরা আমার খুব আপন হোক, আর Facebook এগিয়ে যাক তাঁর ভালো লক্ষ্য নিয়ে।
তারিখ: জুন ১৬, ২০১৩
রেটিং করুনঃ ,