বিষাদের একটি বাঁশি ধরিয়ে দিল তোমার ঠোঁটে তখন থেকে আনন্দ. উচ্ছ্বাস প্রস্থানে, বিষন্নতা জোটে- ধীরে ধীরে বাঁশীর করুণ সুরে তমসা, ছমছম স্যত স্যতে দুঃখি ভাব আসল প্রাঙ্গণ জুড়ে! চাই নি এমনটা, শুধু প্রফুল্লতায়, মাধুরীর বাঁধনে বাঁধা পড়ে ঠোঁট বাঁকা হাসি রাশি রাশিতে বসবাস একসাথে নির্জন একা ঘরে নানান ভাবনায়, রটনায় থাকাবে না কেউ হৃদয় জুড়ে […]
বিস্তারিত »মাথা নত হয়ে আসে বার বার-
কাটেছে সেই অপেক্ষার প্রহর দেখব বলে দেখেছি এক নজর সেই শান্ত, ধির পায়ে যেমন নববধুর বাবা বাড়ি ছেড়ে নতুন জীবনের পথে ধির পায়ে হাঁটা । বড় জানার থেকে যায় কোথায় হারালে তোমার চাঞ্চলতা, খিলখিল হাসি যা ছড়িয়েছিল রাশা রাশি। ঝর্নার উদ্দাম উচ্ছ্বাস ! আষাঢ় মঘের মত ছুটে চলার বেগ ! ঝাঁক ধরে পাখিদের হঠাৎ উড়ে […]
বিস্তারিত »এক আশাতে
কোন বিষাদে মন নিয়ে ঘুরে বেড়াও কোন উদাস ভাবনায় দৃষ্টি এড়াও! কি সুখ পাও যাতনা মনে চেপে রেখে কোন সুখে দুঃখ রাখো আড়ালে ঢেকে! সকলে সম্মুখ দেখতে পায় অন্তর দেখা দুঃসাধ্য প্রায়। খানিকটা যদি প্রকাশ হতে হৃদয় নদীর স্বচ্ছ শ্রোতে কিছুটা দুঃখ ভাগাভাগি করে নিতে আমাকেও যদি দুঃখর ভাগ দিতে তবে সখি আমারও হত প্রকাশ […]
বিস্তারিত »রহস্য লাগে বেশ
দেখার যে সুখ তুমি বুঝালে কয়েকদিন পরে দেখায় কত অযুত বছর যেন কাটিয়েছি ঘোর তমসায়। কোথায় থাকো তুমি কোন ভুবনে! হারিয়ে যাও মাঝে মাঝে কোন অরণ্য বনে! শিশু যেমন মাকে খুঁজে, আমার তেমন করে মধ্য দুপুরে, আঁধার রাতে শিউলি ফোঁটা ভোরে। একটু দেখায় কোথা থেকে সব আনন্দ ধারা রাজ উৎসব মনে লাগালো দোলা সুখের দুয়ার […]
বিস্তারিত »সমভাগ
কোন খেয়ালে কোন উদাসে মেঘে মেঘে ভাসো সমাজ রীতিতে কি ভাবেই বা কাছে আসো কথা পণ প্রতিজ্ঞা ধ্যান অন্তর ধারণে যা মেনেছি জ্ঞান অন্তরে তা থাক, এক অভিন্ন রূপে একান্তে যতনে নিভৃত চুপে। অন্তরে যা অন্তর বুননে রচিত কাব্য শুদ্ধ মনে। নাই বা জানিল সংসার সমাজ এ যে শুদ্ধ প্রেমের নীরব কারুকাজ।। নাই বা রটিল […]
বিস্তারিত »কখনও যদি হারায়ে যাও
হঠাৎ দেখি ভিন্ন রূপে তুমি বড় অচেনাও! কত অধিক চেনা ছিলে অথচ ! অচমকা ভয় মনে ছমছম আঁধার নানান আশঙ্কা! এটা হতে পারে সেটা হতে পারে! যুদ্ধ শুরুর আগে সবার মনে যেমন থম থম! সেই থমথম ছমছম আঁধারের আবরণে- রহস্য জালে আটকা পড়ে কখনও যদি হারায়ে যাও অনেক অনেক হারায় এভাবে বা অন্য ভাবে হারাবার […]
বিস্তারিত »আমি এক যাত্রী
তুমি কি আর আসিবে না ফিরে মাঝি যেমন সন্ধ্যায় আসে নদী তীরে। সারা দিন খেলা করে শিশু মায়ের কোলে আসে ফিরে যেমন করে আদর দোলায় দোলে। তেমন করে কবে আসবে ফিরে সত্যিকার সত্য হয়ে অপেক্ষায় আছি আমি যুগান্তর তরে তোমার হৃদয় জয়ে। আমার সময় কাটে দিন কাটে তীব্র প্রতিক্ষা ক্ষণে প্রতি ক্ষণ দীর্ঘ হয় দীর্ঘতর […]
বিস্তারিত »যে শব্দ শুনে নি কেউ
দুঃখ কষ্ট পেলে কি হয় বলো! সময়, দিন তো আর থেমে নেই বাসা বাঁধুক মনে দুঃখ বাড়ি হোক নিত্য দিনের সাথি, অরণ্যে যেমন বৃক্ষ সারি সারি! সেখানেই তো বসবাস। কি হয় ফেলে দীর্ঘশ্বাস! কষ্ট, দুঃখ যদি দল বল বেঁধে আসে স্থায়ি পড়শির মত ! পাহাড়ে ঝর্ণার অশ্রু ঝরা যত। তাতে তো বরং দীর্ঘশ্বাস বড় হয় […]
বিস্তারিত »জীবন রইল বাকিতে
কি দিয়েছিলে এতো দিন ধরে নিভৃতে অজান্তে কেন অফুরন্ত বাসনা কেবলি তোমায় জানতে! করেছো কি অসহায় ভাবে বন্দী জর্জরিত ঋণে তাই কি প্রতি ক্ষণে ক্ষণে তোমার হৃদয় নেই কিনে! কি যাদু কি মায়ায় ভরা তোমার আঁখিতে সকল চাওয়া যেন থেকে যায় বাকিতে! চোখ যেন মায়াবী দুঃখের একটি দীঘি আটকা পড়ে সেখানে ভেসে আছি কি ! […]
বিস্তারিত »চাওয়া যখন খুব অল্প
পানির জন্য পাখি যদি ছটপট করে তার আছে পাখা, কিছুটা দূরের পথ হলে পানির সন্ধান পায় সে। আমার তৃষ্ণা ছটপট করার অর্থটা জানা; পাখি হতে না পারা।। দূর্গম গুহা ভেদ করে অনেক গভীরের পথ দেখালে, দূর্গম জয়ের দুঃসাহস শক্তি ও জ্ঞানও দিলে বটে তোমার অন্তর জয়ে- যদি চোখের পলকে পাখি হওয়ার শক্তিটা দিতে দূর্গম গুহা […]
বিস্তারিত »কিছু হাহাকার
কিছুই নিবো না, আঙ্গুলের ছোঁয়া, শরীরের ঘ্রাণ ঢেউ খেলানো খোলা চুলের অরণ্য ছায়া মায়াবী চোখের হৃদয় কাঁপানো মায়া কিছুই নিবো না আমি ! কথা দেওয়া, প্রতিজ্ঞা, পণ শুদ্ধতার স্বাক্ষী, প্রফুল্লতা মাখানো মন। কিছু যদি থাকে দুঃখের ভার কষ্ট মাখা বন্ধ দুয়ার কিছুই নিবো না আমি ! দেহে যে সৌন্দর্য ভান্ডার রত্ন খচিত সম্ভার কিছুই নিবো […]
বিস্তারিত »করুণ প্রতিজ্ঞা পণ
একদিন সৌভাগ্যবতী করে যাবো এ আমার করুণ প্রতিজ্ঞা পণ ফিনিক্স পাখির কাছে আমিও শিখেছি ছাই ভশ্ম থেকে যে ভাবে উড়ে তোমাকেও উড়াবো, তোমার মায়াবী চোখে, হৃদয় জুড়াবো একটি ভালোবাসার কুঠিরে ঠিক উর্ধ্বে রেখে যাব তুলে লোক-কথা, রটনা কলঙ্ক যত মুছে একটি চাঁদ উপমায় বাঁধাই করে রেখে দিব সেখানে স্বচ্ছ আলো জেগে উঠে কোন প্রাচীন প্রাচীরের […]
বিস্তারিত »সেই নিমন্ত্রণে
যদি কখনও আমার উদার আকাশে চাও যদি হতে তুমি মুক্ত সত্য প্রকাশে রেখেছি খালি করে বিস্তৃন বিরান ভূমি রাজকীয় হতে পারও সিংহ হৃদয়ে তুমি।। এখানে বৃত্ত নেই, নেই সীমান কোন পরিধী আঁকা বাঁকা রেখায় চিরদিন বয়ে চলা নদী যদি শান্ত দীঘি চাও, ডুবে থাকার কোন যন্ত্রণায় পুরো বুক -হৃদয় আড়ালে নিবে যদি যন্ত্রণা ভাসায়! মন্দ […]
বিস্তারিত »পূর্ণতা দিও
চোখ চায় শুধু চোখে চোখ রাখিতে- মন চায় সদা প্রিয় নামে তোমাকে ডাকিতে, চাই খুব কাছাকাছি চিরটিদিন পাশে থাকিতে। মাকড়াশা যেমন বুনে জাল, মন বুনে কথা- সেই সব কথা প্রকাশে মনে যত আকুলতা, কি ভাবে প্রকাশ যদি কথা আঁখিতে আঁখিতে।। সুন্দর হয়ে বেশ, গড়ো মন-দেশ, অধির হই বড় – জগতের যত দাহ, তৃষ্ণা কেবলি মন […]
বিস্তারিত »