তোমার আঁখিতে কি লুকায়ে আছে আমার একখানি বিশ্ব ! তাই যদি, তবে সেখানেই যেন সব হারায়ে হই নিঃশ্ব। কি বা আর থাকে বাকি এই মায়াময় জীবন চলাচলে- পেয়েছি অনাবিল শান্তি, বিশ্বের সকল সুখের অতলে। মায়া তু্চ্ছ, বাসনা তুচ্ছ, আঁখিতে বিশাল সব আকাশের সমাবেশ সেই সব আকাশের সমাবেশ বাঁধা পড়ুক আমার সকল আশার শেষ। কল্পনার চেয়েও […]
বিস্তারিত »বড় এক বিশ্ময়
বারবার দেখিবার মনে যে হাহাকার এইটুকুই হোক অন্তরের অধিকার, এইখানেই শান্তি, নিবিড় সুখমালা, হৃদয়ে প্রফুল্লতা প্রকাশিত হোক বদ্ধ হৃদয়ের যত আকুলতা। বহু অর্জনে মিঠিল জীবনের বহু কিছু স্বাদ থেকে যায় নিত্য বাকি দেখার করুণ আর্তনাত, হাজার প্রান্তর ঘুরে বহু দূরে বহু অর্জন জ্ঞান জানার শুধু রইল বাকি কিসে গড়া তোমার দেহ প্রান। বিশ্ময়ের অর্থ বুঝেছি […]
বিস্তারিত »স্মুতির সিন্দুক


আজ চৈত্রের শেষ দিনের প্রথম সকালে তোমাকে খুঁজেছি শুষ্ক পাতায় পাতায়- যদি আসো পৌষের শিশির বিন্দুর মত হয়তো এসেছিলে শিশির বিন্দুতে ক্ষণিকে মিশিয়ে গিয়েছো আমারই স্মুতির সিন্ধুতে। গেছে দিন, গেছে মাস, চলে গেছে যুগ সবই গেছে, সবই ফুরিয়েছে, শুধু ভরে আছে স্মুতির সিন্দুক। 04/13/2014
বিস্তারিত »আজ চৈত্রের শেষ দিনে


আজ চৈত্রের শেষ দিনের প্রথম সকালে তোমাকে খুজেছি শুষ্ক পাতায় পাতায় যদি আসো পৌষের শিশির বিন্দুর মত হয়তো এসেছিলে অজানার মত শিশির বিন্দুতে অথবা মিশে আছো আমারই স্মৃতির সিন্ধুতে। গেছে দিন, গেছে মাস, গেছে চলে কয়েক যুগ সবই গিয়েছে, সবই ফুরিয়েছে, শুধু ভরেছে স্মুতির সিন্দুক। চৈত্রের শেষ দিনের সাঁঝের বেলায় আসি বুঝি নি কখন গড়িয়েছে […]
বিস্তারিত »প্রেমের মর্ম
প্রেম আসে কি যায় !! নাকি থেমে থাকে, এ কথা ভাবায় আমায় বহু কাল। আকার বা আয়োতনে কি এর বাহার !! সীমা অসীম ছাড়িয়ে, কি ছন্দ লয়-তাল। সুখের জন্য নাকি !! দুঃখের জন্য প্রেম নানান অর্থ খুঁজা, এসবই পুরাতন কথা। প্রেম একবার আসে শুধু একজনের নামে দলিলে চুক্তিতে যুক্তিতে, ভাবনার এক চির স্বাধীনতা। বুঝেছি কী […]
বিস্তারিত »মাধুরী মাখানো বাসনা ধারায়
সময় দ্রুত ছুটে চলেছে প্রচন্ড বেগ নিয়ে গতি মিলাতে না পেরে থমকে যাই বেশ। মনের দেখায় দুরুত্ব না বাড়লেও দুরুত্ব বেড়েছে চোখের দেখায়। দ্রুত ছুটে চলা সময় স্রোতে কিছুই নজরে আসে নি তোমার। বিশাল আকাশে মেঘের ভীড়ে সূর্য যেমন ঢাকে! চোখের আড়ালের পরে আড়ালে তুমিও তেমন নিত্য পড়ছো ঢাকা- এক অচেনা, অনিশ্চয়তার ভাবনায়। তোমার এক […]
বিস্তারিত »