

তুমি আমার শিউলি ফুল, রাতের বাতাসে ভর করে আসা ভোরের আলোতে মিতালি তোমার, প্রথম আলোতে ভালোবাসা শুভ্রতার চাদরে ভোরের প্রকৃতি সাজিয়ে দাও দ্রুত এসে সৌন্দর্য বিলিয়ে দ্রুত মিলিয়ে যাও। শ্রভ্র বরণে স্নিদ্ধ প্রকাশে তুমি বিশুদ্ধতার প্রতীক ক্ষণিক কালের হলেও মাধুরী বিলাও চারিদিক। প্রাণের মাঝে তুমিও আমার সত্যিকারের শিউলি ফুল, ক্ষণিক দেখা পাই, দেখার আগে তুমি […]
বিস্তারিত »