তোমাকে নিয়ে আজ একটি লাইনেও হলো না সাজানো মনের অন্তরালে অন্য মন কি থাকে লুকানো ! অন্ততঃ থাকে না তা কখনও হয় তা সমুদ্র, প্রসারিত আকাশ, অথবা গভীর অরণ্য। বলো তো কোন ক্ষণটায় আমার প্রিয় সব শব্দ দিয়ে তোমাকে সাজাই নি কি আমি ! বুনি নি কি শ্রেষ্ট কাব্য মালা ! কাছে থাকালে তোমার চন্দ্র […]
বিস্তারিত »সুখ বিলাসী
তোমার মুখের দিকে যতটুকু ক্ষণ তাকাই শান্ত শান্তিরা দল বেঁধে আমাকে ছেঁয়ে রাখে চকিত চাহনীর মত হারিয়ে যাই সময়ের ফাঁকে। হারিয়ে যাই নিমিষে গভীর অরণ্যে একটি শান্ত দীঘিতে নূপুরের ছন্দ তালে শ্রাবণ মেঘের আড়ালে। সোনালী বাগানে মধুরে ঘ্রাণে আকুল হয়ে পূর্ণিমার আলোতে পাগোল প্রায় সময় হাটে তখন ফুরফুরে হাওয়ায়। জগতের যাতনাময় হতাশার এই সব ক্ষণ […]
বিস্তারিত »অফুরন্ত শান্তির দিন
যখন বড় অসহায় হয়ে পড়িছি প্রায়ই অকারণে হতাশা ঢেকে ফেলে শীতের কুয়াশার মত তখন দেখি কুয়াশা ভেদ করে আলোর প্রবেশ সাথে দেখি তোমাকে, মেঘে ঢাকা আড়াল চাঁদের উঁকি মারার মত নও। খুব স্বচ্ছ ও ষ্পষ্ট হয়ে – খুব সামনে আসো, মনের আঙ্গিনায় ভাসো। সব দূর্বলতা হীনমন্যতাবোধ হারিয়ে যায় তখন নিমিষে বড় সবলে ফিরে পাই সেইদিনের […]
বিস্তারিত »সু-গগ্ধ মাখিয়ে পাঠিও
চাওয়ার জন্য মানুষ পৃথিবীতে আসে, আমি না হয় এ পৃথিবীতে এসেছি – তোমার কাছে কিছু পাওয়ার জন্যই। তোমার খুব সাধারণ হলেও একটি বস্তু কণা আমাকে দিও। উপহারের আড়ালে হলেও দিও। উজার করে দিও প্রথম ভালোবাসার দিনের মত। হোক তা তোমার হাতে পড়া ভাঙ্গা কাকন চুড়ির একটি টুকরা! পুরাতন ইমিটিসনের ফেলে রাখা কানের দুল। প্রিয় কৌটায় […]
বিস্তারিত »জীবন ধারা
তোমাকে দেখার কোন ফাঁকে, কোন বাঁকে আড়ালে যা থাকে দেখা হয় না, জানা হয় না শূণ্য মন তবুও বাসনার ছবি আঁকে তোমাকে দেখার জানার আকাঙ্ক্ষা বোধ এতোই যে তীব্র এ কারণেরই জগত এতো অশান্ত, জাগে বিদ্রোহীর মনে বিদ্রোহ। যদি কোন মন্ত্র পাঠে, ছাত্রনং অধ্যয়নং তপঃ, মায়া পানি পানে সব মেনে সদা প্রস্তুত তোমার অন্তর দুয়ার […]
বিস্তারিত »হৃদয় বসানো
যদি কোন অচমকা অবসরে আমাকেই মনে পড়ে !অকারণে। যে কথাটি বলতে চেয়েও হয় নি তোমার বলা নিজে নিজে বলে নিও হোক না নিজের সাথে ছলা কলা! শোনে নি তো কেউ হৃদয়ে দরিয়ায় উঠে নি তো ঢেউ কি বা এমন সাংসারিক ঝুঁকি দ্বিধা দ্বন্দ্ব দিবে না উঁকি। একান্ত নিভৃতে ক্ষণিক এ পৃথিবীতে যদি রচিয়া যাও কিছুটা […]
বিস্তারিত »সকল রহস্যের সেরা
কোন চন্দ্র মুখ দেখার আশায় কেবলি বসিয়ে রাখো নানা কল্পনায় মাখা রহস্য রেখায় তোমার ছবি আঁকো কেবলি কি প্রতি ক্ষণে ক্ষণে রহস্যে ভ্রান্ত হই! মনে যত আশা তোমার জন্য রেখেছি কি সবই! যত আমার অপেক্ষায় থাকা সবই রহস্য জানি এ ভাবেই হোক চিনদিনের পরিচয়ে জানাজানি, সবই ফুরায়-দিন সময় ; শুধু ফুরায় না তোমাকে দেখার চির […]
বিস্তারিত »সেই বালিকায়
মনে বড় হিংসাই হতো ! কার সাথে যখন অনর্গল একা একা সেল ফোনে কথা বলেই যাও একা একা হাঁটো, মুখে একটা উজ্বল প্রভা, সুখেরা পাপড়ি হয়ে যেন উপড়ে পড়ে তোমার উপর! ক্ষণিকে আবার মুখটা ভার! কিসের প্রভাবে ! ভালো নাকি মন্দ ! আসে যায় না কিছু তাতে তোমার দর্শন তোমার মত চলা। কার কি আছে […]
বিস্তারিত »একটি দুষিত আত্মা নিয়ে
তোমাকে ভালোবাসতে চেয়েছিলাম বলে সব আশা বাসনাগুলি পূরণ হতে চেয়েছিল একটি সংঙ্কির্ণ মানসিকতা থেকে বেড়িয়ে উদার হওয়ার কথা ছিল। আকাশে উড়া চিলের মত বিশাল এক অনুভূতির ভুবন পাওয়ার কথা ছিল। উচ্ছ্বাসে ঝর্ণ ধারা, চলাচলে শান্ত দীঘির ঢেউ প্রার্থণা ঘরে প্রবেশের মত সম্পূর্ণ শুদ্ধ মন হওয়ার কথাও ছিল। খুব পবিত্র একটি পণ ছিল তোমাকে ভালোবাসার বৃক্ষের […]
বিস্তারিত »নীল সমুদ্র বিষ হবো
কিছু কষ্ট রেখে গেলাম তোমার জন্যে হ্যামিওপ্যাথির কাঁচের ছোট্ট বোতলে করে খুব যত্নে ভরে। সমুদ্র সমান কষ্ট তোমাকে দেওয়া আমার সাজে না, ওগুলি আমার মধ্যে ধারণ করে রাখার জন্যে, নীল, খুব কঠিন নীল কষ্টের ওগুলির রূপ। তুমি খুব আদররে, আদরে আদরে দুলালী তীব্র অনুভূতি ছেঁকে ছেঁকে অতি মমতায় যত্নে যার আবিষ্কার সেই চিরদিনের যে তুমি- […]
বিস্তারিত »অন্তরের সেই শব্দ
অনেক শব্দ আছে যা কখনই শোনা যায় না তোমার অন্তরে যে শব্দ হয় শোনা হয় না আমার। অনুভূতি থেকে বুঝতে পারি বেশ সেই সব শব্দের ধরণ অধীর হয়ে থাকি কখন সেই সব শব্দ শুনব বলে তোমার অন্তরে যে শব্দ হয়! অন্ততঃ আমার কাছে খুব ষ্পষ্ট শুভ্রতায়, শুদ্ধতায় আমার অন্তর যে বাঁধানো যেখানে তোমার শব্দ ধ্বনীত […]
বিস্তারিত »সুখমাখা অশ্রুতে
কবে পৌঁছাবো তোমার দুই চোখে যাত্রা শুরু করেছি সেই কবে- কত বর্ষ আলোকে ! তোমরা ঘনো খোলা চুলে যেখানে মিশেছে গভীর অরণ্যে ! আমি কবে পৌঁছাব তোমার নাক ফুলটিতে যেখানে পৌঁছাতে অতিক্রম করতে হয় পাহাড়ের বাগান একান্ত নিমগ্নে । আর কত সাধনায়, কত মন্ত্র পাঠে ! তোমার অন্তর কোণে যাদু বিদ্যা, মায়া বিদ্যা – ছলনা […]
বিস্তারিত »চোখের আড়ালে গেলে
চোখের আড়ালে গেলে, অনেকে মনেরও আড়ল হয়- অনেকের জন্য সত্য হলেও তা তোমার জন্য নয় সকল থেকে বিপরীত তুমি। ভিন্ন তুমি। তাই আড়ালে তুমি অধিক উজ্বল, সু-ষ্পষ্ট। চোখ চোখ রাখার বাসনায় মনে নামে ঝড়ো-বাতাস সাইক্লোনের তান্ডব। আঁধারের অরণ্য ভূমি গড়ে উঠে নিমিষে সারা অন্তর মনে- চোখে-মুখে, মুখোমন্ডলে শোকের ছাপ। আড়াল করি কষ্টে, অতি কষ্টে- কলিগরা […]
বিস্তারিত »বাকি থাক
বহু দিন হয় – দেখা হয় না- কথা হয় না, তবুও বহু কথা অপেক্ষা করে আজও! বুঝা হয় না কেন সকল বাঁধার প্রাচীর ডিঙ্গিয়ে- একটুকু দেখা করার, দুই একটা কথা বলার- বাসনা যেন ফাঁসির মঞ্চ থেকে আসামীর দ্রুত পালানোর স্বপ্নের মত! অধীর আগ্রহে দাঁড়িয়ে শোকের কাপড় পরে প্রিয় স্ত্রী, সন্তানরা, স্বামী ফিরছে……, বাবা ফিরছে………….. প্রাণ […]
বিস্তারিত »