কতজন কত রটিল কথা, কত শত গুন্জন রটনা প্রিয় মানুষ; মানুষের কত বিচিত্র মন, রটনা তাদের প্রিয় বটে সত্যকে রাখে ঢেকে মাধুরী মিশায়ে কথায় যত কলঙ্ক যায় এঁকে। কলঙ্ক রচায়ে তারা আনন্দ আনে টেনে টেনে নিজে সত্য শুদ্ধ, বিশ্বাসে যাবে সদা মেনে। সত্য বুকে চেপে, থাকো তাদের থেকে দূরে তোমার ভাবনায় চল তুমি তোমার ভূবন […]
বিস্তারিত »অধিক ক্ষুদ্র করেছি
তোমাকে যে গড়তে চাই না যদি ভেঙ্গে ফেলি- প্রিয় ফুল হয়ে থাকো প্রিয় শিউলি, গোলাপ, বেলি। খুব নিবিড়ে আর পেতে চাই না যদি আসে তিক্ততা! দূরে বরং থাকো প্রকাশে হৃদয়ের শুদ্ধ আকুলতা। রচিতে আর চাই না কোন পণ, প্রতিজ্ঞা প্রতিশ্রতি- ভাঙ্গার চেয়ে বরং থাকো অন্তরের চির আলোকিত জ্যোতি। ফুরাবার নও জানি তবুও কখনও যেও না […]
বিস্তারিত »থেকো তুমি চিরদিন
কাছে কি আছো! নাকি কাছাকাছি দূরে! নানান ভাবনা ধারায় আছো হৃদয়ে প্রিয় সুরে, যতটুকু কাছে রাখতে চাই, সত্য কি তাই! যতটুকুই বাসনায় বেঁধেছি যদি তা না পাই! দূরে থেকে ভাবনায় যতটুকু চাওয়া- এটাই আজ বড় সত্য, সত্যকে পাওয়া। প্রিয় যা, তা- ক্ষণিক বাতাসে অচমকা এসে- খানিক দোলা দিয়ে হারিয়ে যায় অবশেষে। খুব কাছে, খুব নিবিড়ে […]
বিস্তারিত »ডুবে থাকতে চাই
বড় একটা ইচ্ছা হয় প্রকৃতি সাজিয়ে তোমার মাঝে ডুবে থাকাবো বাকি দিন, বাকিকাল। স্বপ্নে ঘেরা মায়া জাল। বিবর্ণ, বিষন্ন শুধু মনে হয় হেঁটে হেঁটে চলেছি যতটা পথ। বড় শ্রান্ত বড় ক্লান্ত। শান্তির যা কিছু ছিল সব বুঝি তুমি নিয়েছো সঞ্চয়ে তাই তোমার মধ্যে ডুবে থাকতে চাই। একটা আনন্দোচ্ছটা, সুখের পসরা, শান্তির ভুবন শুধু খুঁজেছি যতটা […]
বিস্তারিত »সব থাক নতুন পরিচয়ে
আকাশ আলো করা আনন্দ ধারারা আজ সেজেছে আপন ধারায় রাজ কণ্যা সাজ সেই হারিয়া যাওয়া মুক্তা ছড়ানো হাসি রাশি সব এসেছে ফিরে সারা ভুবনে এক আনন্দ উৎসব। প্রাণ দুলানো সেই ঢেউ খেলানো অরণ্য চুলের মেলা নান্দনিক চলায় সুর ছন্দের বিশ্ময় এক খেলা। নিবিড়ের কথোপকথনে, কিছুটা কাছাকাছি সময়ে সেই চিরদিনের চেনা, অনন্ত কালের পরিচয়ে।। এমনি করে […]
বিস্তারিত »বাঁধা পড়ি ঘোর-পাকে
কত নতুন জন আপন হলো, পর হলো কত পুরাতন বন্ধু-বর সেই যে পুরাতন অনেক কথায় বাঁধা, সে কখনও হলা না পর! আড়ালে দিলে কাছে আসে দূরে ঠেলে দিলে মনে ভাসে।। ছাড়াতে চাইলে জড়ায়ে থাকে কেমন তার গড়ন! তার ধরণ! বাঁধা পড়ি ঘোর-পাকে! কি কথা ছিল বলার বাকি যদি কোন প্রতিশ্রুতি নাকি ! ছিল কি কোন […]
বিস্তারিত »অন্তরের আলো দিয়ে
তোমার শূণ্যতায় আজ কেবলি পাই দাহ হৃদয় আঙ্গিনায় অবিরাম অনল প্রবাহ, দৃশ্যমান থেকে কেন যে হঠাৎ শূণ্য হলে কোন অভিমান ! কোন ছলে বা কৌশলে! দেখিবার জানিবার কিছু যে নাই আর সকল পথ এসেছে ফুরায়ে, বন্দ সব দুয়ার। আশার হয় না শেষ আছি সেই আশা নিয়ে – সাজাবো ঠিক তোমাকে অন্তরের আলো দিয়ে। কেউ না […]
বিস্তারিত »মনে যদি আসে শুষ্কতা রুক্ষতা
যদি কখনও একাকিত্বে হয় তোমার বাস! কষ্টরা হবে তখন তবে আমার শ্বাস- প্রশ্বাস, যদি কখনও অসাহায়ত্ব তোমাকে ধরে চেপে ! প্রতি সেকেন্ডে দুঃখ-বোধ আমাকেই নিবে মেপে। লুকায়ে যদি যায় তোমার উচ্ছ্বাসে ভরা প্রফুল্লতা আমাকেও যেন ঘিরে ধরে চির নিশ্চুপ নীরবতা। যদি কখনও হারাও মনে সজীবতা দেহে লাবণ্য! আমারও তখন হোক আবাস দুখের গভীর অরণ্য, মনে […]
বিস্তারিত »অন্তরে থেকো অবিরাম অবিরত
এতোদিন এতোটা কাছে থেকে – হৃদয় গভীরে এক গভীর দাগ এঁকে! কোন বাতাসে হারালে হঠাৎ করে কোন ফুল হয়ে ফুটে আবার পড়লে ঝরে! তাই তো দেখি না আর সেই আলোয় মাখা মুখ, হাসি ছড়ানো মুক্তা রাশি, হৃদয় বিলানো বুক! দেখি না ঢেউ খেলানো অরণ্য চুলের কোমল খেলা, অপলক দৃষ্টিতে – সময় না ফুরানোর আশার বেলা। […]
বিস্তারিত »ভালোবাসাটুকু রেখে দিও
আমার ভালোবাসাটুকু রেখে দিও তোমার ঢেউ খেলানো অরণ্য চুলে নাখে নক্সা করা নোলকে, কানে ঝুমকা দুলে। চিকন ঠোঁটে রেখ লাল লিপষ্টিকের রঙে তোমার নান্দনিক হাঁটায়, নান্দনিক কথা বলার ঢঙে। রেখ যতনে রেখ খুব সাজার দিনে তোমার খোঁপায় রাখা প্রিয় ফুলে। ভালোবাসাটুকু হৃদয় প্রফুল্লতায় রেখ, নব স্পন্দনে যেন বারবার উঠে দুলে।। আমার ভালোবাসাটুকু রেখ তোমার স্বর্ণ […]
বিস্তারিত »সেই পথকে করেছো বিদায়
প্রিয় পথ ধরে আর তুমি হাঁটবে না তাই- ভুল করে দেখি না এখন তোমাকে আর! অযস্র ভুল দেখেছি তোমাকে তোমার প্রিয় পথে। মাঝে মাঝে, প্রায়ই- হেঁটে যাচ্ছো তুমি ধীর পায়ে কখনও চঞ্চলতা হাঁটায় বর্ণিল সাজে নিজেকে সাজিয়ে, ঢেউ খেলানো চুলের অরণ্যে খিলখিল হাসি রাশিতে বারবার ভুল দেখেছি তোমাকে তোমার প্রিয় পথে- অন্তরে ধারণ ছিলে খুব […]
বিস্তারিত »প্রশ্নের পরে প্রশ্ন কাব্য কথা।
ভুলে যাওয়ার সব আয়োজন সমাপ্ত হলেও, হয় না ভুলা। যায় না ভুলে যাওয়া। সেই ছোট্ট বেলায় জানা শেখা আজ এতগুলি বছর পার করে! উৎসব করে, বড় আয়োজন করে ভুলে যাওয়ার সব আয়োজন সমাপ্ত হলো বটে। তবে যে- ভুলে যাওয়াটাই দহনের, দাউ দাউ করে অন্তরে আগুনের উৎসব শুরু। প্রশ্নের পরে প্রশ্ন কাব্য কথা। কত কথা এমন […]
বিস্তারিত »