সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনী হত্যার তদনে্ত আওয়ামী লীগ সরকারের তরফ থেকে বাধা দেওয়া হয়েছিল। ওই সরকারের উচ্চপর্যায়ের নির্দেশে ধ্বংস করা হয় মামলার আলামত। তদনে্ত তৈরি করা হয় প্রতিবন্ধকতা। এ কারণে তদন্ত আগায়নি।
মঙ্গলবার বাদীর আইনজীবী মোহাম্মদ শিশির মনির উচ্চপর্যায়ের টাস্কফোর্সের তদনে্তর বরাত দিয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান। শিশির মনির আরও বলেন, উচ্চপর্যায়ের টাস্কফোর্স যাদের জিজ্ঞাসাবাদ করেছে, তারা ঊধ্বর্তন কর্তৃপক্ষের যোগাযোগের ব্যাপারে মুখ খুলেছেন।
এদিকে সাগর ও রুনী হত্যা মামলায় আগের সরকার জড়িত বলে মন্তব্য করেছেন রুনীর ভাই ও মামলার বাদী নওশের আলম রোমান। মঙ্গলবার হাইকোর্টের অ্যানেক্স ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন সাগর-রুনীর ছেলে মাহির সরওয়ার মেঘ।
অপরদিকে, সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনী হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সমাবেশ করেছেন সাংবাদিকরা। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সামনে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। দীর্ঘ ১৩ বছরেও সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে তারা বলেন, সাংবাদিকদের জীবন অভিশপ্ত জীবন। সবাই চায় আমাদের দমিয়ে রাখতে। বিগত সরকার আমাদের ভয় দেখানোর জন্য সাগর-রুনী হত্যাকাণ্ড ঘটিয়েছিল। কিন্তু আমরা থেমে থাকিনি। এই ১৩ বছরের কত মন্ত্রী এলো গেল, কিন্তু সাংবাদিক হত্যাকাণ্ডের বিচারের বিষয়ে সবাই উদাসীন ছিলেন।
সূত্র:যুগান্তর।
তারিখ:ফেব্রুয়ারী ১১, ২০২৫
রেটিং করুনঃ ,