ছোট থেকে ছুটি- এক
সময় কালটা বেশ দীর্ঘ একটানা বছর দশ একই যানে আসা-যাওয়া; কখনো তীব্র। সাহসী স্পষ্ট ভাষী। আজ থেকে বিছন্ন যাতায়তে, সম্ভবনা কম দেখা হওয়ার কথা বলার।
চোখের আড়ালে মনের আড়ালে চলে যাওয়া, নানান দিক পরিবর্তনে একদিন হারিয়ে যাওয়া। শেষের মধ্য ভাগে একটি খেলনার মত কাজ করেছে তীব্র ঘনো ছায়ায়। মনে থাকবে অনেক দিন। পিছন, সমুখ জমি থেকেছে দখলে। আর মধ্য ভাগের অরণ্য বিলে ডুবে থাকা। এই সব স্মৃতি সম্পদ হয়ে থাকবে এইটুকুই আশাবাদ।
না দেখার একটি অভাব আর কী হলো পরিবর্তনে।
তারিখ: জানুয়ারী ০১, ২০২৫
রেটিং করুনঃ ,