রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনি জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের পরবর্তী জামিন শুনানি হবে আগামী ২ জানুয়ারি। আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. সাইফুল ইসলামের আদালত এই তারিখ ধার্য করেন। আজ আদালতে চিন্ময় দাসের পক্ষে কোনো আইনজীবী শুনানিতে দাঁড়াননি।
“”ত্রিপুরায় বাংলাদেশিদের জন্য হোটেল বন্ধ, ওপারের সড়কে বাঁশের বেড়া
ত্রিপুরায় বাংলাদেশিদের জন্য হোটেল বন্ধ, ওপারের সড়কে বাঁশের বেড়া””
চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মোহাম্মদ এনামুল হক কালের কণ্ঠকে বলেন, ‘আজ মঙ্গলবার চিন্ময় দাসের পক্ষে কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না।
পাশাপাশি রাষ্ট্রপক্ষও শুনানির জন্য সময়ের আবেদন করেন। পরে আদালত জামিন শুনানির জন্য ২০২৫ সালের ২ জানুয়ারি ধার্য করেছেন। তবে আজকে চিন্ময়কে আদালতে হাজির করা হয়নি।’
চিন্ময়ের জামিন শুনানি থাকায় আজ সকাল থেকে চট্টগ্রাম আদালত এলাকায় বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।
আইনজীবী সমিতির নেতা ও সাধারণ আইনজীবীরা আদালত প্রাঙ্গণে মিছিল করেছেন। এ সময় তারা আইনজীবী সাইফুল ইসলাম হত্যা মামলার দোষীদের বিচার দাবি করে বিভিন্ন স্লোগান দেন।
গত মঙ্গলবার (২৬ নভেম্বর) চট্টগ্রাম আদালতে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হওয়া বাংলাদেশ সম্মিলিত সনাতনি জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম।
সূত্র: কালের কন্ঠ।
তারিখ: ডিসেম্বর ০৩, ২০২৪
রেটিং করুনঃ ,