বর্ণিলা সূচনা কথা- পর্ব-৫৪ (চুয়ান্ন)
রঙিন একটি সাজে (গোলাপি নতুন) বর্ণিলা আজ এক অন্য ধরণের বর্ণিলা; চোখ দৃষ্টিকে কিছুতেই নিয়ন্ত্রিত হচ্ছে না গত দুই সপ্তাহ ধরে দাপিয়ে বেড়াচ্ছে অলকে মনে সকল জায়গা জুড়ে বর্ণিলা আর বর্ণিলা। এটি নিষিদ্ধ ফল তবে চেপে রাখার বা ধরার এক প্রবল আকর্ষণ বহু কিছুর বিনিময়ে পেতে চাওয়া। এমন কেউ সৌভাগ্যবান হয় ভাবতেই শিহরিত প্রতি ক্ষণে।
খুব কাছে থেকে যখন চলাচলা পিছন ভূমির দোল-খেলানো সবই আকুল করে নির্মম ভাবে তার নিজস্ব স্মৃতিচারণে মুখে আলোকিত হাসির ঝর্ণা ধারা জানান দেয় এক অসাধারণ অনুভূতির।
তার পরীর মত চলাচলে শুধুমাত্র বিশ্ময় ছাড়া আর কিছুই খুঁজে পাওয়া যায় না। প্রতি দৃষ্টিতে প্রফুল্ল সজীবতার ধারা যা জীবনকে দেয় এক অনাবিল শান্তি, দূর হয়ে যায় সকল ক্লান্তি; ছুটে আসে জীবনের সকল শক্তি।
বর্ণিলার সকল বর্ণিল ধারা, চলাচল নিজ গতিতে ছুটে চলা যা যেন অনন্ত কালের যাত্রায় আর সবই যেন লুকোচুরির একটি রহস্য যেখানে জীবন থেমে থাকবে না চলবে অনেক কাল ধরে। থেমে যাবে এমনটা ভাবাই যায় না তাই যা অর্জন করার তা আজই, আজই সব শেষ করে দিতে হবে যেন মনের কোণে না থাকে কোন না পাওয়ার কান্না আপসোস এমন সব।
আজকের রঙিন বর্ণিলা হোক সকল সময়ের আর সময়ের দৃষ্টি বা বিচারে হোন সর্ব উন্নত রত্ব খচিত স্মৃতিঘর যেখানে যাওয়া যায় শুধুই সুখ আর শান্তি। বর্ণিলা হোক অলোকের সকল সময়ের আলোকিত হাসির ঝর্ণা ধারায় প্রফুল্লতা আর উচ্ছ্বসের এক অনুভূতি।।
তারিখঃ অক্টোবর ২২, ২০২৪
রেটিং করুনঃ ,