আলেক কথা-পর্ব-২৫ (পঁচিশ)
আলেক মিথ্যা প্রমাণ করেই ছাড়বে কঠোর পরিশ্রম, অধ্যাবসায় আর ক্রমাগত জ্ঞানার্জনেও সাফল্য আসে না। একজন সফল মানুষ হতে আলেক বহুদিন ধরে কম প্ররিশ্রম বা তপস্যা করে আসে নি। কিন্তু নানান ভয় জটিলতা আর নেতিবাচক চিন্তা তাকে সফল হতে দেয় নি। তারপরও আলেক চেয়েছে জীবনের জন্য একটি নতুন বাটন বা চাবি সেট করতে যা দিয়ে জীবনকে পরির্বতন করা যায় আগের সকল ধ্যান ধারনা চিন্তাকে বিপরীত করে দিয়ে সামনের একটি পথ ধরে চলা যেখানে আছে তার কাংখিত সাফল্য।
যার বড় বৈশিষ্ট সকল মানুষের সাথে কথা বলা, নিজেকে সংযত রাখা। ব্যাপক জনশক্তির সাথে সম্পৃক্ত করা। কথা, তথ্য ও যোগাযোগের নতুন নেট-ওয়ার্ক তৈরী করা। নিজেকে সমালচিত করা। পরিস্থিতি মোকাবেলা করার যুদ্ধে নেমে যাওয়া। জীবনকে বৈচিত্রময় করে তোলা কিন্তু এ সবই অনুপস্থিত আলেকের খাতায়। বড় ইচ্ছা এই সমস্তগুলি খাতায় আর মাথা পরিপূর্ণ করে রাখা।
আজ কর্মহিন হয়ে নানান দিক থেকে অভিযুক্ত হয়ে পড়েছি যা হজম করা একটি অর্থহিন জীবনকে বরণ করা। আলেক কি পারবে নিজেকে পরির্বতন করতে নাকি সে প্রমাণ করেই ছাড়বে কঠোর পরিশ্রম, অধ্যাবসায় আর ক্রমাগত জ্ঞানার্জনেও সাফল্য আসে না।
নিজেকে বড় ঘৃণিত মনে হচ্ছে সকল অপরাধের অপরাধী। আলেক সকল সময় কাটাচ্ছে মাথা নিঁচু করে যার অভিধানে নেই মাঁথা উঁচু করে চলার কোন পদ্ধতি।।
অনেকের তুলনায় আলেক যে আজ পিছিয়ে পড়া আর স্মৃতিতে অনেক দূর্বল এটাই যেন তার অনুঘটক আলেককে পিছনের দিকে চালিয়ে নিতে। শৃঙ্খল ভাঙ্গার প্রয়োজন বেশি করে যা হওয়ার তা হয়েছে এ্যনাফ ইজ এ্যনাফ।
দিন পর্যবেক্ষণে দেখা যাক কি ঘটে জীবনে সামান্য কি উন্নতি বা সাফল্যের ছোঁয়া! নাকি আলেক প্রমাণ করেই ছাড়বে কঠোর পরিশ্রম, অধ্যাবসায় আর ক্রমাগত জ্ঞানার্জনেও সাফল্য আসে না।
এইসব কথা বা চিন্তা ধারা থেকে ধরে নেওয়া যায় আজ থেকে আলেকের পরিবর্তন হচ্ছে; সে পরিবর্তিত জীবনের দিকে মোড় নিচ্ছে। নতুন চাবি দিয়ে এবার সে খুলবে নতুন জীবনের দুয়ার যেখানে আছে সাফল্য আলো আর উচ্ছ্বাস।
প্রতিদিনই লেখা হোক আলেক কাহিনী আর পরিবর্তনের দিক গুলি যা সংখ্যায় নিরুপন করা যায় (পরিবর্তনের জন বড় প্রয়োজন কঠোর পরিশ্রম, অধ্যাবসায় আর ক্রমাগত জ্ঞানার্জন)
তারিখঃ অক্টোবর ১৪, ২০২৪
রেটিং করুনঃ ,