ছাত্র-জনতার অভ্যুত্থান দমনে শেখ হাসিনা সরকারের নৃশংসতা বিশেষ করে নির্বিচারে গুলি, হত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো তদন্ত করতে জাতিসংঘের ৩ সদস্যের টিম ঢাকা পৌঁছেছে। বুধবার মধ্যরাতে ঢাকায় পৌঁছায় দলটি। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে গতকাল সন্ধ্যায় মানবজমিনের সঙ্গে আলাপে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানিয়েছিলেন, এটি জাতিসংঘের প্রাথমিক তদন্ত টিম। তারা তথ্যানুসন্ধান করবে। এই টিম ফিরে যাওয়ার পর আরেকটি টিম আসবে। যারা ঘটনাগুলো বিস্তারিত তদন্ত করবে। ২৮শে আগস্ট পর্যন্ত তারা বাংলাদেশে থাকছেন। প্রাথমিক তদন্ত টিম মূলত, কীভাবে বাংলাদেশকে সহযোগিতা করা যায় তা নিয়ে আলোচনা করবে।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে হত্যাকাণ্ড তদন্তের বিষয়ে গত ১৪ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কের ফোনে কথা হয়। ওই সময় তাদের মধ্যে এ তদন্তের বিষয়টি চূড়ান্ত হয়।
সূত্র:মানবজমিন।
তারিখ: আগষ্ট ২২, ২০২৪
রেটিং করুনঃ ,