বর্ণিলা সূচনা কথা- পর্ব-৫০ (পঞ্চাশ)
“তারিখ: জুন ০৫, ২০২৩”
[[অর্থাৎ ২০২১ থেকে অলক বর্ণিলার উপর থেকে আগ্রহ হারিয়েছে যেখানে সবকিছুই ছিল প্রাণবন্ত ও উচ্ছ্বাসে ভরা। দুই বছর আগে থেকে অলক বুঝতে পেরেছিল যে তার মধ্যে বড় ধরণের বিষন্নতা ভর করেছে সেখান থেকে উদ্ধার পাওয়ার জন্য সব সময়ই বর্ণিরার উপর ভর করতে চেয়েছিল চেষ্টাও করেছে কিন্তু বিন্দু মাত্র উন্নতি পরিলক্ষিত হয় নি বরং অবনতি ছাড়া।
দুইটা বছর বিষন্নতায় থাকা একজন মানুষ কখনই স্বাভাবিক হতে পারে না, অনেক রকমের উৎজ্বিবিত হওয়ার পথ ধরে চলার চেষ্টা করেও দিনে দিনে শুধু অবনতি ছাড়া কোন উন্নতি আসে নি। পরিকল্পনা ছিল অনেক সকল ভয়কে পরিহার করে ঝঁকি জীবন যাপন করা কিন্তু কিছুতেই বিন্দু মাত্র উন্নতির লক্ষণ আসে নি। ]]
ঠিক এক বছর আগের অলোক যা উপরের বর্ণনায় আর আজকের অলোকের মধ্যে অনেক পার্থক্য বিষন্নতার বিন্দু মাত্র লক্ষণ নেই যেন আজকেরও বর্ণিলার মত প্রাণবন্ত ও উচ্ছ্বাসে ভরা, নানান স্বপ্নে বিভোর যা ছিল কঠিন সবই এখন সহজ ধারার পথে। কোন কিছুকে বাঁধা বলে মনে হয় না, সবকিছুর সমাধানে এখন অলোক, সে আজ বুঝতে পারে সবাই কেন এতো প্রাণ-বন্ত ও প্রফুল্ল হাজারও সমস্যার মাঝে বাস করে। অলোকের বন্ধ দুয়ার আজ খুলে গিয়েছে যেমনটা খোলা আছে বর্ণিলার নানান স্বপ্নে, সারা ক্ষণ হাসি হাসি মুখে, সুখের আলাপ চারিতায় কোন কিছুতে নেই অনীহা আর ভয়-ভীতি।
দুইটা বছর বিষন্নতায় থাকা একজন মানুষ কখনই স্বাভাবিক হতে পারে না কিন্তু অলোক স্বাভাবিক হতে পেরেছে প্রাণবন্ত ও উচ্ছ্বাসে উৎজ্বিবিত। সফল ভাবে আরো অনেক দূর এগিয়ে যাওযায় কঠিন প্রত্যয় যেন জীবন জীবন নতুন এক মাত্রায় যাত্রা শুরু করেছে।
হারিয়ে দিততে চায় সে নু.দ আর না. কে অলোক পারবে তাকে পারতেই হবে।
অনেক রকমের উৎজ্বিবিত হওয়ার পথ ধরে চলার চেষ্টা করেও দিনে দিনে শুধু অবনতি ছাড়া কোন উন্নতি আসে নি।– অলোকের কাছে কথাটা সত্য হলো না, সে এখন উৎজ্বিবিত, বড় স্বপ্নের ফেরীওয়ালাঅ আত্ম-বিশ্বাসী, অধ্যাবসয়ের পথের পথিক আর নিয়মিত নানান বিষয়ে জ্ঞানার্জনের প্রবল বাসনায় ভরপুর।
অবহেলায় যে সময় কাটিয়েছে তার পূরণ এখন সে মহা-ব্যস্ত।
বর্ণিলাকে অনুসরণ করে অনুকরণ করে এগিয়ে যাওয়া যার প্রত্যয় এখন অলোক আরও বেশী করে বর্ণিলা হতে চলেছে। “অর্থাৎ ২০২১ থেকে অলক বর্ণিলার উপর থেকে আগ্রহ হারিয়েছে“- কথাটি আর সত্য হলো না, সত্য হলো এখন বর্ণিলার উপর প্রবল আগ্রহ তাই বেশি করে বর্ণিলা অলোকের মনে মননে দাপিয়ে বেড়ায়। অন্ধকার ঘরে হারিকেনের বাতির মত দপ দপ করে আলো জ্বলার মত শিহরিত হয়ে উঠে শরীর অজানা এক অদ্ভত অনুভূতিতে। যা চেনা – অচেনায় এবং পিরিচিত অপরিচিততে যে সব, সেই সব মিলে একাকার।
প্রফুল্লতা প্রাণবন্ত উচ্ছ্বাসে আর নানান স্বপ্নে অলোক আর বর্ণিলা এক হয়ে এক রেখায় এগিয়ে চলেছে আলোর পথে সাফ্যলের পথে।
তারিখ: জুন ০৩, ২০২৪
রেটিং করুনঃ ,