আলেক কথা-পর্ব-১৭ (সতেরো)
বছরের শুরু থেকে যত দিন এগিয়েছে ততই কর্মহীনতা দায়িত্বহিনতা বেড়েছে নিজেই নিজেকে দাঁড় করিয়েছি কর্মহীন মানুষের কাতারে। সব কিছু থেকে এড়িয়ে চলাই যেন একমাত্র যুক্তি আর সবই ঘটছে সেই সূত্রে।
উপর থেকে চলে যাওয়ার নির্দেশ সুক্ষ্য ভাবে বিদ্ধকরে ফেলে ( ফেব্রুয়ারীতে) আলেক সাজাতে থাকে চলে যাওয়ার সকল প্রক্রিয়া। মার্চে আলেক নিকট জনকে জানিয়ে দেয় এপ্রিল শেষ হলে দেশে চলে যাওয়ায় সিদ্ধান্ত। প্রতিবাদ না করে আপাততঃ মেনে নেয়। দেশেও জানিয়ে দেয় দেশে চলে যাওয়ায় সিদ্ধান্ত। তারপর থেকে আলেককে ঘিরে ধরে বড় বড় হতাশার জাল কিছুতেই অফিসহীন একটি মানুষকে মেনে নিতে না পেরে একের পর এক ভয় নানান চিন্তা নিজেকে গ্রাস করে বসে। স্বাস্থ্যে দেখা দেয় আরও জটিলতা।
অলেক হয়ে উঠলো জড়তার, অর্থহীনতার আলোহীন অন্ধকার জীবনের এক জীবন্ত উদাহরণ, চোখ বুঝে শুয়ে থাকা ছাড়া আর কোন কর্ম নেই।।
মার্চে নিকট পরিবার জানতে চাইলো (asked will leave Job Surely ! Many times asked why ! did not reply ! Asking self what will be my reply to )
তারিখঃ মার্চ ৩১, ২০২৩
রেটিং করুনঃ ,