আলেক কথা-পর্ব-১৫ (পনেরো)
আলেকের জীবন কখনো চলেছে কল্পনার ভরে আবার কখনো বাস্তবতায় করে; যখন ছিল কল্পনায় জীবন ছিল সহজ আর মুক্ত ভাবে নেওয়া হয় নি বাস্তবতা ফলে আলেক অনেক পিছনে, পিছনে সারিতে কিছুতেই তাল মিলাতে পারছে না সহ-পাঠি, পরিবার বা কর্ম-স্থলে।
আলেকে কর্ম-জীবনটা শুরু হয়েছি বেশ নিচু বা তৃণমূল স্তর থেকে তার পর ধীরে ধীরে উপরে উঠা একেবারে অনেক উপরে গর্বিত একটি পর্যায়ে একটি বিশ্ময়। তারপর থেকে একই জায়গায় থাকা মনোনিবেশ ভিন্ন দিকে সরিয়ে নেওয়া যেগুলি ছিল না কোন কার্যকর পর্যায়ের। ধীরে ধীরে অবমূল্যান আর দ্রুত গতিতে পিছিয়ে পড়া াথচ আলেকই ছিল পিছিয়ে পড়া তত্বের প্রবর্তক।
আলেক আজ ভালো ভাবে বুঝতে পারে নিজের বিষয়ে চিন্তা পরিকল্পনা পদক্ষেপ এই সবের চেয়ে বড় মূল্যবান অভিজ্ঞতা; পৃথিবী প্রযুক্তি এত দ্রুত গতিতে চলছে তার সাথে তাল মিলাতে না পেরে নিজের অভিজ্ঞতাগুলি কোন কাজে আসছে না। অতীত জীবনে অনেক ভুল তথ্য থাকার কারণে নিজের জীবন অভিজ্ঞতাগুলি কারো সামনে তুলেও ধরতে পরছে না।
নতুন জীবনের অভিজ্ঞতা তুলে ধরার সুযোগ থাকলেও ক্রমাগত পিছিয়ে পড়ার কারণে অভিজ্ঞতার ভান্ডার এক ধরণের শূণ্য ও মূল্যহীন। যতটুকুই বা আছে তা প্রকাশ করার মত কোন অনুসারি নেই। দিনে দিনে বড় বিছিন্ন হয়ে পড়ছে আলেক, তাই আলেকের এখন নতুন চিন্তা জন সংযোগ বাড়ানো এমন কি তার এই উপলদ্ধিবোধ থেকে সে জীবনকে পাল্টিয়ে দিতে পারে।।
ইদানিং আলেক নানান ধরণের বিখ্যাত বইয়ের অডিও শুনে জ্ঞানের ভান্ডার বড় করে চলেছে তবে কতদির এই প্রক্রিয়া চলবে আলেকর তা জানা নেই সেই সাথে বিদেশি মুভি ইউটিউবে চলছে ইংরেজী চর্চা।
তারিখ: জানুয়ারী ১৫, ২০২৩
১. অন্য মানুষের অযৌক্তিক নেতিবাচক কোনো মন্তব্যে আহত হওয়া আপনার মানায় না। কেননা অন্যের অপ্রয়োজনীয় কোনো কথা বা কাজে আপনার হাত নেই। তাই যেচে সেগুলো গায়ে লাগানোর কিছু নেই। অন্যের নেতিবাচক চর্চা নিয়ে তাকে থাকতে দিন। আপনি সেগুলো এড়িয়ে চলুন। মোটিভেশনাল ব্লগ ‘উইনার স্পিরিট’–এ একটি সুন্দর তুলনা দিয়ে বলা হয়েছে, ‘কচুপাতা যেমন পানি স্পর্শ করে না, অন্যের নেতিবাচকতা থেকেও আপনি নিজেকে একইভাবে বাঁচিয়ে রাখুন।’
২. মনে রাখবেন, ব্যথা, হতাশা আপনার সামনে এগোনোর পথের অবিচ্ছেদ্য সঙ্গী। আপনি যদি আপনার জীবনযাত্রায় না জানেন যে ব্যথা আর হতাশার অনুভূতি কেমন, এর মানে হলো আপনার মানসিক বৃদ্ধি থমকে আছে। আপনি ঠিকভাবে এগোচ্ছেন না।
৩. আমাদের ভেতর ‘স্ট্রাগল’ বিষয়টাকে ছোট করে দেখার প্রবণতা আছে। অথচ এক স্ট্রাগলই আপনাকে সামনে এগিয়ে নিয়ে যায়।
৪. সব সময় মনে রাখবেন, চারপাশে যা কিছু দেখছেন, সব ক্ষণস্থায়ী। যেকোনো সময় ‘নাই’ হয়ে যেতে পারে। তাই আপনার কাজ হলো চালিয়ে যাওয়া।
৫. স্বপ্নপূরণে ‘পারফেক্ট’ সময় বলে কিছু নেই। আপনি যেকোনো সময়ে সেটি শুরু করতে পারেন। মনে রাখবেন, সাহস করে শুরু করা গুরুত্বপূর্ণ। এরপর গুরুত্বপূর্ণ হলো সেটিকে সর্বোত্তম উপায়ে চালিয়ে নেওয়া।
*****সূত্র: উইনার স্পিরিট
সূত্র:প্রথম আলো।
তারিখ: জানুয়ারী ১৩, ২০২৩
রেটিং করুনঃ ,