ইউক্রেন যুদ্ধের ডামাডোলের মধ্যে চীন-ভারতসহ কয়েকটি ‘বন্ধুরাষ্ট্রের’ সঙ্গে বড় পরিসরে যৌথ সামরিক মহড়া শুরু করেছে রাশিয়া। এ সামরিক মহড়া পরিদর্শন করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ আজ মঙ্গলবার এ কথা জানিয়েছেন। খবর আল-জাজিরার।
ভস্তক-২০২২ (পূর্ব-২০২২) নামের এই সামরিক মহড়া শুরু হয়েছে ১ সেপ্টেম্বর। দিমিত্রি পেসকভ জানান, রাশিয়ার সের্গেভস্কি সামরিক রেঞ্জে আজ এ মহড়া পরিদর্শন করেন প্রেসিডেন্ট পুতিন। এ সময় তাঁর সঙ্গে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু ও রুশ সামরিক বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল ভালেরি গেরাসিমভ উপস্থিত ছিলেন।
ভালেরি গেরাসিমভের তত্ত্বাবধানে এ যৌথ সামরিক মহড়ায় রাশিয়ার সঙ্গে চীন, ভারত, লাওস, মঙ্গোলিয়া, সিরিয়া ছাড়াও সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত কয়েকটি দেশ অংশ নিয়েছে। চলমান মহড়ায় এসব দেশের ৫০ হাজারের বেশি সেনা ও ৫ হাজারের বেশি সামরিক ইউনিট যুক্ত রয়েছে। রাশিয়ার বিভিন্ন সেনাঘাঁটিতে ও দেশটির পূর্ব উপকূলের জলসীমায় আগামীকাল বুধবার পর্যন্ত এ মহড়া চলবে।
ইউক্রেন যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার বিরোধ চলছে। অন্যদিকে তাইওয়ান ইস্যুতে চীন ও যুক্তরাষ্ট্রের বিরোধ চরমে পৌঁছেছে। এ পরিস্থিতিতে চীন ও রাশিয়ার যৌথ সামরিক মহড়ায় অংশ নেওয়া এবং এ কার্যক্রম পুতিনের পরিদর্শনের ঘটনা আলোচনার জন্ম দিয়েছে।
যৌথ সামরিক মহড়ার বিষয়ে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল তান কেফেই গত সপ্তাহে বলেছিলেন, এ মহড়ায় অংশগ্রহণকারী দেশগুলোর সঙ্গে কৌশলগত সহযোগিতামূলক সম্পর্ক এগিয়ে নেওয়ার উদ্দেশ্যে বেইজিং এতে যুক্ত হয়েছে। এর মধ্য দিয়ে বিভিন্ন মাধ্যম থেকে আসা নিরাপত্তা হুমকি যৌথভাবে মোকাবিলার সক্ষমতা বাড়ানোর চেষ্টা করা হবে।
সর্বশেষ ২০১৮ সালে এমন বড় পরিসরে সামরিক মহড়ায় অংশ নিয়েছিল দেশগুলো। এদিকে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় গত রোববার এক বিবৃতিতে জানিয়েছে, ভস্তক-২০২২-এ চীনের সেনা-বিমান-নৌবাহিনীর সদস্যরা অংশ নিয়েছেন। মহড়ার অংশ হিসেবে জাপান সাগরে রুশ বাহিনীর সঙ্গে সামরিক কার্যক্রমে অংশ নেবেন তাঁরা।
রাশিয়া-চীনের এমন সামরিক মহড়া চালানোর সমালোচনা করেছে জাপান। প্রতিক্রিয়া জানাতে গিয়ে জাপানের মুখ্য মন্ত্রিপরিষদ সচিব হিরোকাজু মাতসুনো গতকাল সোমবার অভিযোগ করেন, মালিকানা নিয়ে জাপানের সঙ্গে রাশিয়ার বিরোধ রয়েছে, এমন দ্বীপে যৌথ এ সামরিক মহড়া চলছে। জাপান সাগরে মহড়ায় অংশ নেওয়া নৌযানগুলোর গতিবিধি গভীরভাবে পর্যবেক্ষণ করছে টোকিও।
সূত্র:প্রথম আলো।
তারিখ: সেপ্টম্বর ০৬, ২০২২
রেটিং করুনঃ ,