হুমা ছোটখাটো পোশাকে সাহসী ‘কভারগার্ল’ হিসেবে দেখা দিয়েছেন হারপার’স বাজার ইন্ডিয়া ম্যাগাজিনের প্রচ্ছদে। সেখানে কথোপকথনে হুমা আলাপ করেছেন বডি পজিটিভিটি নিয়ে। বলেছেন, তাঁর শরীর নিয়ে লোকে কী বলল, তাতে কিছু আসে–যায় না। তিনি নিজেকে ভালোবাসেন। তাঁর আত্মবিশ্বাস, মেধা, পরিশ্রম আর আত্মসম্মানই তাঁকে এগিয়ে নিয়ে যাবে।
হুমা বলেন, ‘কেবল সুন্দর আর আবেদনময়ী হওয়ার জন্য আমি বলিউডে পা রাখিনি। পুরুষ বা সমাজের চোখে নিজের দিকে তাকাই না। নিজের শরীর, নিজের সৌন্দর্য আর নিজের কাজকে উদ্যাপন করতে আমি জানি। সে জন্য আমার কারও কাছ থেকে অনুমোদনের প্রয়োজন নেই।’
পকেটে মাত্র এক হাজার টাকা নিয়ে দিল্লি থেকে মুম্বাই এসেছিলেন হুমা। নিজের কাজ দিয়ে এখন তিনি ২৫ কোটি টাকার মালিক। নিজের যোগ্যতায় অবস্থান গড়েছেন ৩৬ বছর বয়সী হুমা। সুঅভিনেত্রী হিসেবে নামডাক আছে তাঁর। বললেন, ‘আমি গ্ল্যামার ভালোবাসি। লালগালিচার জন্য তৈরি হতে পছন্দ করি। কিন্তু তাই বলে সৌন্দর্য দেখাতে আমি এখানে আসিনি। কেননা, আপনি যত সুন্দরই হোন না কেন, যথেষ্ট নয়। সব সময়ই আপনার চেয়ে সুন্দর কেউ এসে আপনার জায়গা কেড়ে নেবে। কেননা, সৌন্দর্যের ধারণাটাই এমন। খুব বেশিক্ষণ থাকে না। দর্শক “বোর” হয়ে যায়। নতুন সৌন্দর্যকে বরণ করে নেবার জন্য উন্মুখ হয়ে থাকে। তাই নিজের কাজের বৈচিত্র্য আর বিশেষত্ব দিয়ে টিকে থাকুন।’
হুমা আরও জানান, তাঁর কাছে সৌন্দর্য হচ্ছে নিজের সেরাটা হয়ে ওঠা। কোনো দিন অন্য কারও মতো সুন্দর হতে চাননি তিনি। বরং নিজের স্বপ্ন, নিজের সত্তাকে আঁকড়ে ধরে, নিজের মেধাকে কাজে লাগিয়ে পরিশ্রম করে বিকশিত হতে চেয়েছেন।
সূত্র: প্রথম আলো।
তারিখ: আগষ্ট ১০, ২০২২
রেটিং করুনঃ ,