বাংলাদেশ ব্যাংক আজ সোমবার মার্কিন ডলারের দাম আবারও বাড়িয়েছে। এতে আরেক দফা কমেছে টাকার মান। এর ফলে প্রতি ডলারের দাম ৩০ পয়সা বেড়ে হয়েছে ৯৫ টাকা। আগে যা ছিল ৯৪ টাকা ৭০ পয়সা। এই দামে আজ রিজার্ভ থেকে ১৩ কোটি ৯০ লাখ ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের এই দামকে বলা হয় আন্তব্যাংক দর।
তবে কেন্দ্রীয় ব্যাংকের বেঁধে দেওয়া এই দামে ব্যাংকগুলোয় কোনো ডলার লেনদেন হচ্ছে না। ব্যাংকগুলো আজও বিদেশ থেকে প্রবাসী আয় এনেছে ১১২-১১৩ টাকা দরে। আর এই দামেই আমদানিকারকদের কাছে ডলার বিক্রি করেছে। আর খোলাবাজারে মানি চেঞ্জারগুলো আজ প্রতি ডলার বিক্রি করেছে ১১৫ টাকা দরে। ফলে কেন্দ্রীয় ব্যাংক নির্ধারিত দাম ও খোলাবাজারের ডলারের দামের মধ্যে পার্থক্য দাঁড়িয়েছে ২০ টাকা, যা এযাবৎকালের মধ্যে সর্বোচ্চ।
এদিকে বিদেশে যেতে ইচ্ছুক ব্যক্তিরা যাতে ব্যাংক থেকে ডলার কিনতে পারে, সে জন্য ব্যাংকগুলোর সঙ্গে আজ সোমবার বিকেলে সভা করেছে বাংলাদেশ ব্যাংক।
ব্যাংকগুলো জানিয়েছে, তাদের কাছে ১ কোটি ১০ লাখ নগদ ডলার মজুত আছে। অন্য সময়ে থাকে ৩ কোটি ডলারের বেশি। এসব ডলার দেওয়া হয় তাদের নিজস্ব গ্রাহকদের। পাশাপাশি কার্ডে ডলার খরচের বিষয়ে গ্রাহকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। ফলে যেকোনো নাগরিককে ব্যাংক থেকে ডলার দেওয়ার সুযোগ কম। এর ফলে বিদেশে যেতে ইচ্ছুক ব্যক্তিদের খোলাবাজার থেকে ডলার কেনার বিকল্প নেই। তবে চাইলে ব্যাংক থেকে কার্ড নিয়ে বিনিময়মূল্য কম দিয়ে ডলার খরচ করতে পারবেন গ্রাহকেরা।
সূত্র: প্রথম আলো।
তারিখ: আগষ্ট ০৮, ২০২২
রেটিং করুনঃ ,