কর্মের বৃত্তে- তেরো।।
দেশে দেখা দিতে পারে বা দিবে স্ট্যাগফ্লেশন অর্থাৎ উচ্চ মূল্যস্ফীতি ও উচ্চ বেকারত্ব। ধারাবাহিক ভাবে লোড শেডিং যা ছিল মানুষের ধারণার বাইরে এর পর পরই মানুষ হতভম্ভ যখন জ্বালানী তেলের দাম বৃদ্ধি একবারেই ৫০%। যে আয় তা দিয়ে আর সঞ্চয়ের খাতা তলানীতে চলাচল করবে আর আয় বাড়ার ক্ষেত্র শূন্য কিন্তু সব কিছুকে ছাপিয়ে কর্ম-ক্ষেত্রের অবাক করা হিসাব নিকাশের সাথে তাল মিলিয়ে চলাটা বা টিকে থাকাটা . এর জন্য কড় কঠিন।
চলমান সব দিক দিয়ে সবার মধ্যে কর্ম-ক্ষেত্রে স্বাভাবিক ভাবে টিকে থাকার তৎপরতা বেশ ইতিবাচক, কর্মঠোর মধ্য দিয়ে নিজেদের যগ্যতা প্রমানে ব্যস্ত। প্রাণ-বন্ত চলাচল হাস্যউজ্জ্বোল মুখো-মন্ডল কোন কিছুতেই দমিত করতে পারে নি।
চলমান পরিস্থিতিকে মোকাবেলায় কর্মী ছাটাইয়ের একটি প্রক্রিয়া শুরু হবে যার প্রথম ধাক্বায় . এর নাম। অথবা . বাধ্য হবে চলে যেতে। ন যাবে বিরুতীতে যেখানে একটি সময় প্রবাহ চালু হবে হয় পুরানো দিনে ফিরে যাওয়া অথবা চিঠি হাতে চলে যাওয়া। . এর সামনে আর কটা দিন কঠিন সময়ের মুখোমুখি হওয়ার পথ একটাই খোলা পরিশ্রম, জ্ঞান আহরণের প্রস্তুতি এবং আহরণ ও সহিঞ্চুতা।
ন এবং দ মোকাবেলায় কঠোর ও নমনীয় দুই পথ অনুশরণ করলেও কঠোর মনোভাবের দিকে নজর রাখতে হবে বেশি যেমনটা ন, দ এবং না অনুশরণ করে থাকে বিশেষ করে না এবং দ এর ইতিবাচক মনোভাব- একটি উল্টোবাঁক। এটাই এখন . এরও পথ হতে হবে তবেই সে টিকে থাকতে পারবে।।
সবদিক খেয়াল করে যেমন উচ্চ মূল্যস্ফীতি ও উচ্চ বেকারত্বের বিষয়ে খুব সজাগ সেখানে কেউ যদি ঘুমিয়ে থাকে তবে . এর উচিত হবে সজাগ থাকা তবেই সে পারবে গর্ত থেকে উঠে আসার পথ। আর এই পথ ধরে চললেই অসহায় দুইজনকে দিতে পারবে এক গুচ্ছ চিন্তাহীন জীবন ও শান্তি।।
তারিখঃ আগষ্ট ০৮, ২০২২
রেটিং করুনঃ ,