আলেক কথা- দশ
ঠিক এক বছর ( ২০২১) আগের অবস্থান থেকে আলেক দূরে সরে এসেছে, সূচনা করেছিল একজন সার্থক মানুষ হিসাবে সফল হওয়ার অনেক অডিও বই পড়ে পড়ে সে মনের মধ্যে একটি দৃঢ় শক্তি স্থাপন করেছিল। স্থাপন হয়েছিলও কিন্তু এক বছরের মাথায় এসে বুঝতে পারছে বইয়ের কথাগুলির কোন কার্যকারিতে সে দেখাতে পারে নি।
কোন বে-খেয়ালে বা অবহেলায় চিন্তকে আর দৃঢ় রাখতে পারে নি, মূলত পারিবারিক ভাবে আগষ্টের পর থেকে আলেক কিছু কিছু হতাশায় পড়ে যায় বড় ধরণের অনিশ্চয়তায় সাথে ছিল করোনার সাথে সংগ্রাম কিন্তু অবশষে আলেক এক বছরের ( ২০২২) মূল্যায়নে সাফল্যের থলিতে তেমন কিছু জমা করতে পারে নি, শুধু পেরেছে কিছুটা মিতব্যয়ি হতে, বাড়াতে পেরেছে কিছু সঞ্চয় কিন্তু হারিয়েছে মনবল, মনের শক্তি, আত্ম-বিশ্বাস, স্বপ্ন দেখার মধ্য দিয়ে বেঁচে থাকা ও উচ্চাক্ষার পথে ধরে সফলতার মুখ দেখতে। চিত্তকে ভয়হীন করতে পারে নি। কিছু হারানোর ঝুঁকি থেকে মুক্ত হয়ে যদি ভয়কে জয় করতে পারতো তবে সে বেশ এগিয়ে যেত পারতো। সব সময় ভয় কাজ করেছে যদি খোলস বেড়িয়ে নানান অজানা তথ্য বেড়িয়ে আসে!
নিজেকে ঢেকে রাখতে চেয়ে কোথাও এগিয়ে যেতে পালো না অলক। নেতিবাচকের পথেই সে চলেছে ইতিবাচককে এড়িয়ে চলে।
জীবন যে কত কঠিন তার বিন্দু মাত্র ছোঁয়া আলেককে এখনো ষ্পর্শ করতে পারে নি, অথচ সে ভাবে তার মত আর অসহায় মানুষ আর নেই আর এর মাত্রা দিনে দিনে বেড়ে যাচ্ছে একের পর এন সকল আশাগুলি যখন পূর্ণতা পেল না।
আলেকের কাছে একের পর এক দূর্বল দিকগুলি খুব ষ্পষ্ট ভাবে দৃশ্য মান হয়ে উঠে আর সেই সবের হিসাব করতে গিয়েই আলেক বড় একা আর অসহায়ত্ব বোধ করতে থাকে। বারবার সে চেষ্টা করেছে অসাহায়ত্বের বৃত্ত থেকে বেড়িয়ে আসতে কিন্তু আলেক তা পারে নি। সামনে কি আছে তার এটাই আলেকের এখন দেখার বিষয় !
তারিখঃ জুলাই ২৬, ২০২২
রেটিং করুনঃ ,