বর্ণিলা সূচনা কথা- পর্ব- উনচল্লিশ।
এটি সঠিক যে অলক বছরের শুরু থেকে একটি নিরানন্দ নানান দূর্চিন্তায় হতশামুখি ডিপ্রসনে ছিল তবে তা কেটেছে কিছুটা। জীবনটা এখনো নিরানন্দ নানান দূর্চিন্তায় ভরপুর; একা একা চলতে হচ্ছে অনেকটা অনেকের আড়ালে। চলতে গিয়ে নানান মিথ্যার আশ্রয় নিতে হচ্ছে।
এর মধ্যে প্রায় দুই মাস অতিবাহিত হয়ে গেল আজ ভাবতেই অবাক লাগছে যে বর্ণিলা বলয় ছাড়া আর সেটি হয় বা কি করে ! যে ছিল মন মনন দখলদারী, ইচ্ছা মত যার ছিল রাজত্ব মন মননে সেই বর্ণিলা বলয় ছাড়া সময় কাটে দিন কাটে কি ভাবে ! বুঝায় যায় অলক সব শূণ্য করে দিয়েছিল, জীবনের আশার থলিতে কিছুই রাখে যা দিয়ে সামনের পথ চলতে পারবে।
এই সময়গুলিতে বর্ণিলাও ছিল অবর্ণিল, ম্লান, শীতল।
(দ্বিতীয় )দীর্ঘ ছুটির পরে কর্ম ক্ষেত্রে যার পদচারণা সব সময় ছিল বর্ণিল পোষাকে আজ সে অবর্ণিল, একই পুরাতন পোষাকে বারবার; কিছুটা পারিবারিক কড়াকড়ি বা আপাততঃ সহসাথীর আর্থিক সংকট আর এখন সহ সাথীর বাড়িতে বসবাস। উচ্ছ্বাসের অভাব আছে, নেই ছন্দ তবে নেই চির হাসি রাশীর কোন কমতি নেই।
আবারো বর্ণিলা বর্ণিল হয়ে উঠবে নানান বর্ণের আলোক শিখায় সেই সাথে অলকও, জীবন কখনই থেমে থাকবে না আলোর গতির মত হোক জীবন ধারা।
তারিখঃ জুলাই ১৭, ২০২২
রেটিং করুনঃ ,