মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মাসহ শীর্ষ দুই নেতার অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে সহিংসতার জেরে উত্তর প্রদেশ রাজ্যের ছয় জেলা থেকে দুই শতাধিক মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি আজ শনিবার এ খবর জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, রাজ্যের প্রয়াগরাজ (এলাহাবাদ) জেলা থেকে সর্বোচ্চ ৬৮ জন গ্রেপ্তার হয়েছেন। এদিকে হাথরস জেলায় ৫০ জনকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। সরণপুর জেলায় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন ৪৮ জন। এরপর যথাক্রমে আম্বেদকারনগরে ২৮, মোরাদাবাদে ২৫ ও ফিরোজাবাদে ৮ জন গ্রেপ্তার হয়েছেন।
দল থেকে সাময়িক বরখাস্ত বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও বহিষ্কৃত দিল্লি বিজেপি মিডিয়া ইউনিটের প্রধান নবীন জিন্দাল মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ সবচেয়ে বেশি হয়েছে উত্তর প্রদেশে। বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে এই রাজ্যের ৬ জেলায় মোট ২২৭ জন গ্রেপ্তার হয়েছেন।
পুলিশ বলছে, যেসব স্থানে বিক্ষোভ হয়েছে সেখানকার ভিডিও ফুটেজ দেখে এসব মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। রাজ্য পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা প্রশান্ত কুমার বলেন, বিক্ষোভে যাঁরা অংশ নিয়েছেন, তাঁদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়েছে। প্রশাসন থেকে শান্ত থাকার আবেদন সত্ত্বেও এসব স্থানে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
এদিন জুমার নামাজ শেষে বিভিন্ন রাজ্যে বিক্ষোভ শুরু হয়। কলকাতায় পার্ক সার্কাস ময়দানে কয়েক শ মানুষ বিক্ষোভে শামিল হন। তেলেঙ্গানা ও অন্ধ্র প্রদেশের রাজধানী হায়দরাবাদেও বিক্ষোভ হয়। পাঞ্জাবের লুধিয়ানা, গুজরাটের আহমেদাবাদ, মহারাষ্ট্রে নাবি মুম্বাই, কাশ্মীরের শ্রীনগরের বিভিন্ন এলাকা থেকেও বিক্ষোভের খবর পাওয়া যায়। এদিকে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে পুলিশের গুলিতে দুই বিক্ষোভকারী নিহত হয়েছেন। আহত ১০ জন হাসপাতালে। তাদের চিকিৎসা চলছে।
মহানবী (সা.)-কে অবমাননা
ভারতের ঝাড়খন্ডে ২ বিক্ষোভকারী নিহত
প্রকাশ: ১১ জুন ২০২২, ১৩: ১৪
মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নূপুর শর্মাসহ শীর্ষস্থানীয় দুই নেতার অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভের সময় গতকাল শুক্রবার দেশটির ঝাড়খন্ড রাজ্যের রাজধানী রাঁচিতে ২ জন নিহত হন, আহত হয়েছেন ১০ জন। খবর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির।
রাঁচির রাজেন্দ্র ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস দুই বিক্ষোভকারীর মৃত্যুর কথা নিশ্চিত করেছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল রাঁচিতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এরপর হাসপাতালে দুই আহত ব্যক্তির মৃত্যু হয়। আহত আরও ১০ বিক্ষোভকারী হাসপাতালে চিকিৎসাধীন।
গতকাল বিক্ষোভকারী ও পুলিশের সংঘর্ষের পর ঝাড়খন্ডের রাজধানী রাঁচির বেশ কয়েকটি এলাকায় কারফিউ জারি করা হয়। বিক্ষোভকারীরা বিজেপি নেতা নূপুর শর্মার গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে নূপুর শর্মার অবমাননাকর মন্তব্যে নিন্দার ঝড় বইছে।
গতকাল রাঁচির প্রধান সড়কে সমবেত বিক্ষোভকারীরা বিজেপির বহিষ্কৃত মুখপাত্র নূপুর শর্মা ও দিল্লি বিজেপির মিডিয়া ইউনিটের সাবেক প্রধান নবীন জিন্দালের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। এ সময় বিক্ষোভকারীরা পাথর ছুড়তে শুরু করলে বিক্ষোভ নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে এবং বিক্ষোভকারীদের লাঠিপেটা করে।
সূত্র: প্রথম আলো।
তারিখ: জুন ১১, ২০২২
রেটিং করুনঃ ,