ইউক্রেন যুদ্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পিঠ দেয়ালে ঠেকে গেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এ কারণে ইউক্রেন যুদ্ধে পুতিন রাসায়নিক কিংবা জৈব অস্ত্র প্রয়োগ করতে পারেন বলে আশঙ্কা করছেন তিনি। খবর বিবিসি অনলাইনের।
স্থানীয় সময় গতকাল সোমবার ওয়াশিংটনে অনুষ্ঠিত এক গোলটেবিল বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট এ কথা বলেন। এ সময় তিনি বলেন, চলমান ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়া উদ্দেশ্যমূলকভাবে ভুল ব্যাখা দাঁড় করাতে চাইছে।
বাইডেন আরও বলেন, ইউক্রেনে রাসায়নিক ও জৈব অস্ত্র আছে বলে দাবি করছে রাশিয়া। এ সুযোগে এসব অস্ত্র ব্যবহার করে এর দায়ভার ইউক্রেনের ওপর চাপাতে চাইছে দেশটি।
যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা বেশ কিছুদিন ধরে ধারাবাহিকভাবেই দাবি করছে যে ভুয়া রাসায়নিক অস্ত্রের অভিযোগ তুলে নিজেরাই এসব অস্ত্রের ব্যবহার করতে পারে রাশিয়া।
এর আগে চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের উপদেষ্টা জ্যাক সুলিভান সতর্ক করে বলেন, ইউক্রেনে রাসায়নিক কিংবা জৈব অস্ত্র ব্যবহার করলে এর জন্য রাশিয়াকে ভুগতে হবে।
সূত্র: প্রথম আলো।
তারিখ: মার্চ ২২, ২০২২
রেটিং করুনঃ ,