করোনায় দৈনিক সংক্রমণে নতুন রেকর্ড করল যুক্তরাষ্ট্র। দেশটিতে গতকাল সোমবার ১০ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর আগে কোনো দেশে এক দিনের ব্যবধানে এত রোগী শনাক্ত হয়নি। খবর এএফপির।
যুক্তরাষ্ট্রের জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের বরাতে এই তথ্য প্রকাশ করেছে বার্তা সংস্থাটি। করোনার নতুন ধরন অমিক্রন ছড়ানোর পর এই রেকর্ড হলো দেশটিতে।
জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের দেওয়া তথ্য অনুসারে, গতকাল যুক্তরাষ্ট্রে মারা গেছেন ১ হাজার ৬৮৮ জন।
যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতি নিয়ে এর আগেই এমন সতর্কবার্তা দিয়েছিলেন দেশটির শীর্ষ সংক্রামক রোগবিশেষজ্ঞ অ্যান্টনি ফাউসি। গত রোববার তিনি বলেছিলেন, দেশটিতে সংক্রমণ ব্যাপক হারে বাড়ছে। হয়তো এক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রের সংক্রমণ চূড়ায় পৌঁছাবে।
যুক্তরাষ্ট্রে অমিক্রনের সংক্রমণ শনাক্তের পরপরই সেখানকার পরিস্থিতি নতুন দিকে মোড় নিচ্ছে। সংক্রমণ বৃদ্ধির পাশাপাশি হাসপাতালে রোগীর সংখ্যাও বাড়ছে। দেশটির স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, যুক্তরাষ্ট্রে এখন এক লাখ তিন হাজারের বেশি রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।
যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএনের খবরে বলা হয়েছে, দেশটিতে করোনায় সংক্রমিত রোগীর হাসপাতালে ভর্তির রেকর্ড হয়েছিল প্রায় এক বছর আগে, গত বছরের ১৪ জানুয়ারি। ওই দিন হাসপাতালে ভর্তি ছিলেন ১ লাখ ৪২ হাজারের বেশি রোগী। এরপর এ সংখ্যা কমেছে। কিন্তু গত বছরের ১১ সেপ্টেম্বর দেশটিতে আবারও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা এক লাখ ছাড়িয়ে যায়। এরপর সংক্রমণ ও হাসপাতালে ভর্তি—দুটিই কমতে থাকে। গত নভেম্বরের শুরুর দিকে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৪৫ হাজারের নিচে নেমে আসে। কিন্তু এরপর নিয়মিত হারে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বাড়ছে।
সূত্রঃ প্রথম আলো।
তারিখঃ জানুয়ারী ০৪, ২০২২
রেটিং করুনঃ ,