১২ ডিসেম্বর ইসরায়েলের এইলাটে বসেছিল ৭০তম মিস ইউনিভার্সের আসর। প্যারাগুয়ের নাদিয়া ফেরেইরা ও দক্ষিণ আফ্রিকার লালেলা লালি এমএসওয়ানেকে পেছনে ফেলে বিশ্বসুন্দরীর খেতাব জিতে নিলেন ভারতের হারনাজ সান্ধু। ২১ বছর পর ২১ বছরের এই তরুণী আবার ভারতেই ফিরিয়ে আনলেন মিস ইউনিভার্সের মুকুট। প্রতিযোগিতার শুরু থেকেই নিজের নানা দিক তুলে ধরেন প্রতিযোগীরা, তুলে ধরেন নিজের যোগ্যতা। তবে সবাই অপেক্ষায় থাকেন শেষ প্রশ্নের উত্তর কী আসে। এটার ওপর ভিত্তি করেই মুকুট ওঠে বিজয়ীর মাথায়।
বর্তমান সময়ে তরুণীরা যে চাপ মোকাবিলা করছেন, তাঁদের জন্য আপনি কী উপদেশ দেবেন? উপস্থাপক স্টিভ হারভের এ প্রশ্নের উত্তরে দক্ষিণ আফ্রিকার লালেলা এমএসওয়ানে জানালেন, ‘জীবনে যখনই কোনো সুযোগ আসবে, আয়েশের বদলে সাহসকে বেছে নিতে হবে। আমি নারীদের জানাতে চাই যে সময়ের শুরু থেকে, যা কিছু তাঁরা করতে চেয়েছেন, তা অর্জন করার সব ধরনের যোগ্যতা সব সময়ই তাঁদের মধ্যে ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত দুনিয়া তাঁদের বুঝিয়েছে যে তাঁদের মধ্যে সেগুলো নেই।’
ভারতের হারনাজ সান্ধু আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছিলেন, ‘নিজের ওপর বিশ্বাস রাখা, এ চাপই আজকের তারুণ্যকে সবচেয়ে বেশি মোকাবিলা করতে হচ্ছে বলে আমি মনে করি। আপনি অনন্য এবং এটিই আপনাকে সুন্দর করে তোলে, অন্যদের সঙ্গে নিজেকে তুলনা করা বন্ধ করুন, দুনিয়াজুড়ে আরও যেসব গুরুত্বপূর্ণ বিষয় ঘটছে, আসুন সেগুলো নিয়ে কথা বলি। আমি মনে করি, এটাই আপনাকে বুঝতে হবে। বেরিয়ে আসুন, নিজের হয়ে কথা বলুন। কারণ, আপনিই আপনার জীবনের কর্তা, আপনি আপনার কণ্ঠস্বর। আমার নিজের ওপর বিশ্বাস করেছিলাম এবং এ কারণেই আজ এখানে দাঁড়িয়ে আছি।’
সব শেষে প্যারাগুয়ের নাদিয়া ফেরেইরাকে একই প্রশ্ন করা হলে উত্তরে জানান, ‘জীবনে অনেক পরিস্থিতির ভেতর দিয়েই আমি গেছি কিন্তু সেটা কাটিয়ে উঠতে পেরেছি। তাই আমি চাই, সব নারী, সব মানুষ যাঁরা দেখছেন এই মুহূর্তে, তাঁরা একত্র হোন, জীবনে যা করতে চেয়েছিলেন, সেটা করুন। কারণ, অবস্থা যা–ই হোক না কেন, আপনি সেটা অতিক্রম করতে পারবেন এবং সব সময় আপনি জয়ী হবেন।’
সূত্রঃ প্রথম আলো।
তারিখঃ ডিসেম্বর ১৪, ২০২১
রেটিং করুনঃ ,