বাংলাদেশে এখন রাজনীতি নেই, রাজনীতির নামে যা আছে তা ‘বিবেকহীন রাজনীতি’ কথাটি বলেছেন অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন। আজ শুক্রবার বিকেলে রাজধানীতে এক সমাবেশে যোগ দিয়ে এভাবে হতাশা প্রকাশ করেছেন ইতিহাসের এই অধ্যাপক।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে এই সমাবেশের আয়োজন করে সম্মিলিত সামাজিক আন্দোলন। সৈয়দ আনোয়ার হোসেন বলেন, স্বাধীনতার লক্ষ্য হিসেবে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার বাস্তবায়ন না হওয়ায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বিবর্ণ হয়েছে। তিনি বলেন, ‘এই লক্ষ্য কি আমরা পঞ্চাশ বছরে অর্জন করতে পেরেছি? তাহলে বাংলাদেশে সাম্প্রদায়িক হামলার ঘটনা কেন ঘটে? তা–ও আবার যখন মুখে বুলি আওড়ানো অসাম্প্রদায়িক সরকার ক্ষমতায় আছে। আমার হিসাবে মিলছে না।’
সমাবেশে বক্তব্যে নিরাপদ সড়ক ও হাফ পাসের (অর্ধেক ভাড়া) দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি সমর্থন জানান ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য। ছাত্রছাত্রীদের হাফ পাসের দাবি অবিলম্বে মেনে নেওয়ার আহ্বান জানান তিনি। পঙ্কজ ভট্টাচার্য বলেন, ‘আমি ঢাকা শহরে কিশোর বিপ্লব দেখেছি। আজকে ছাত্রসমাজের মধ্যে আবার উত্থান দেখলাম। কিশোরেরা নিরাপদ সড়ক চায়। তারা অর্ধেক ভাড়া চায়। এই কিশোরেরাই আমাদের স্বপ্ন। স্বপ্ন বাস্তবায়নের পথে বাংলাদেশ অগ্রসর হচ্ছে।’
তেলের দাম বাড়িয়ে সরকার ‘মারাত্মক’ ভুল করেছে বলেও মন্তব্য করেন ঐক্য ন্যাপের সভাপতি। তিনি বলেন, সারা দুনিয়ায় যখন তেলের দাম কমছে তখন দাম বাড়িয়ে পরিবহনমালিকদের লুটপাটের সুযোগ করে দেওয়া হয়েছে। রাষ্ট্র লুটেরাদের হাতে চলে গেছে।
মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে তৃণমূল থেকে সাংস্কৃতিক জাগরণের ওপর গুরুত্ব দেন সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতিমণ্ডলীর সদস্য রামেন্দু মজুমদার। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনার সরকার ক্ষমতায় আছে। কিন্তু সমাজটা চলে গেছে মৌলবাদীদের দখলে। তাই সাংস্কৃতিক জাগরণে কাজ করতে হবে।
সমাবেশে অন্যদের মধ্যে সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদবিরোধী মঞ্চের সদস্যসচিব নুর মোহাম্মদ তালুকদার, সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতিমণ্ডলীর সদস্য রোকেয়া কবীর, মহিলা পরিষদের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক রেখা চৌধুরী বক্তব্য দেন। সমাবেশ শেষে সাম্প্রদায়িকতা-সন্ত্রাস-জঙ্গিবাদবিরোধী মিছিল বের করা হয়।
সূত্রঃ প্রথম আলো।
তারিখঃ নভেম্বর ২০, ২০২১
রেটিং করুনঃ ,