বর্ণিলা সূচনা কথা- পর্ব- একত্রিশ।
আকাশের একটি চরম বিশ্ময় খুঁজে পাওয়াটা খুবই স্বাভাবিক, দামি রত্ন-ভান্ডার এখন তার হাতের মুঠোয়, একটি বড় সম্রাজ্যের যাবতীয় রত্ন-ভান্ডার উজ্জ্বল ধারায় যাদুকরী আবহে আকাশের বসবাস আর সবই বর্ণিলার দান। আকাশ সৌভাগ্যবান যা তার ধারণার বাইরে যে এই অমসৃন বিরত্তময় পৃথিবীতে অতি সহজে সুখের সন্ধান সাথে সৌন্দর্য মিলে যায়।
অলক অনেক কিছু ভাবে আবার ভাবে না কিন্তু বর্ণিলা তার চোখের আড়াল হলে খুব শূণ্যতা অনুভব করে। বর্ণিলার জগৎ আলাদা সেই জগতে বর্ণিলা বর্ণিলাই যেখানে কোন উপমা অচল। সঠিক নিয়ম মেনে সঠিক পথে চলাই যেন বর্ণিলার চিন্তার কেন্দ্র বিন্দু। সাধারণের মাঝে অসাধারণ হয়ে উঠা মুখের উচ্ছ্বাস মনের উচ্ছ্বাস নিয়ে। তার জগতে আরও সে প্রাণ-বন্ত ইদানিং কালের আকাশকে নিয়ে। আকাশ খেলা নিয়ে, কলা-কৌশল নিয়ে যেখানে মিলে যায় সব কিছু একবিন্দুর অসমাপ্তির সমাপ্তিতে।
বর্ণিলার জীবন ধারা গতি ধারা উন্নতি ধারা আরও উজ্বল হোক যেখান থেকে অলকও পেতে পারে সুখের উন্নতির কিছু খন্ড খন্ড ছোঁয়া এর বাইরে তো অলকের কিছুর পাওয়ার বা পাওয়ার নেই। একটি সাফল্য একটি সুখকে স্পর্শ করতে বর্ণিলাকে দূর থেকে হলেও কাছাকাছি পাওয়াটা অলকের জন্য খুব জরুরী তাকে পর্যবেক্ষণের মধ্য দিয়ে যেন তার সকল পরিপূর্ণতা আড়ালে গেলেই সকল অপরিপূর্ণতা তাকে গ্রাস করে তখনই যে মুক্ত হতে চায় প্রবল ভাবে।
তারিখঃ নভেম্বর ২২, ২০২১
ঠিক তিন বছর পরেও কোন পরিবর্তন নেই; বর্ণিলা অলকের চোখের আড়াল হলে খুব শূণ্যতা অনুভব করে প্রবল ভাবে এখনো। সারাক্ষণই খুঁজতে থাকে কখন দেখা যাবে তাকে, দেখা পেলেই যেন শান্তি হোক তা খুব দূরে বা কাছে। হোক তা কালো অরণ্যের সামান্য অংশ মাত্র। দূরের কন্ঠ-স্বর।
আবার যখন সে খুব কাছে মাত্র ফুটের বা ইঞ্চির ব্যবধানে তখন কল্পনা থেমে যায়। সত্যি না অসত্যি এই ঘোড়ে কেটে যায় সময়। কেন এতো সৌন্দর্য রত্ন সম্ভারে গড়া সে এমন ভাবনায় বহু সময় কেটে যায় এখনো!
তারিখঃ নভেম্বর ২২, ২০২৪
রেটিং করুনঃ ,