কর্মের বৃত্ত-পর্ব- চার।
আগষ্টে করোনা সক্রামণ অতি বাড়তির দিকে কিন্তু জীবনকে চালিত করে নিতে হবে “সাফল্যের পথে” এমন কতগুলি বই অডিও শুনার একটি প্রবল নেশায় রাতের সময়টুকু কাটচ্ছে সাথে বাড়ছে সাহস, অধিক কাজ করার প্রবণতা, সাথে নানান পরিকল্পনা।
কিন্তু আগষ্টে এসে কর্ম-ক্ষেত্রে কোন দৃষ্টান্তের সূচনা হলো না, যা সেই গতানগতিক। কর্মের পথে না হেঁটে বরং দায়িত্বহীন হয়ে চলছি এবং দায়িত্বহীন ভাবে চিহ্নিত হচ্ছি।
বাসায় ফিরে নানান বিষয়ে লেখাপড়া নিজেকে বেশ সাহসি করে তুলছে আগের তুলনায় সৃত্মি শক্তি বেশ বৃদ্ধি পাচ্ছে, সংখ্যা-বাচক সংখ্যাগুলি বেশি সরণে থাকছে। কর্ম-ক্ষেত্রে বিষয়গুলিও। তবে ঘাটতি পড়ছে মানুষের সাথে যোগাযোগে; বন্ধুত্ব বৃদ্ধিতে,খোলামেলা কথা বার্তায়, মানুষকে এড়িয়ে চলার সেই প্রবণতা থেকে কিছুতেই সারে আসা গেল না।
কর্মের বৃত্ত একটাই পরিচয় পরিশ্রম, বুদ্ধিমত্তার প্রযোগ।
তারিখঃ আগষ্ট ২০, ২০২১
রেটিং করুনঃ ,