আলেক কথা- পর্ব-চার।
আলেক জানে সে ভয়ে জড়িয়ে থাকে, সাহসিকতার অভাবের কারণে সে তার সামর্থ্য মত কাঙ্খিত পর্যায়ে পৌঁছাতে পারে নি। এখন পর্যন্ত আলেক পরিশ্রমের একটি দৃষ্টান্ত হতে পারে নি, কেউ উদাহরণ টেনে বলে না যে …… একজন আলেকের মত পরিশ্রমী। প্রশ্নও দাঁড়ায় আলেক কি একজন পরিশ্রমী মানুষ হওয়ার চেষ্টা কখনো করেছে ! অন্ততঃ একদিনের জন্য হলেও!
আলেকের ভীতরটা হয়তো বলে পরিশ্রমে ক্ষয়, কোন অর্জন নেই, বিশ্রাম নেওয়া হলো না। সে হয় তো বিশ্রামের লোভে পড়ে এখনও কর্ম বিমূখ হয়ে আছে এ সবের কারণে আলেকের যাত্রাটা পিছনের দিকে, পিছিয়ে পরার দিকে। যে আলেক কিনা নিজেই “পিছিয়ে পড়ার তত্বে” এর প্রবর্তক সেই কিনা দিনে দিনে পিছিয়ে পড়ছে! নাকি দৈনন্দিন হাজর সূচি থেকে নিজেকে বের করে এনে বা দৈনন্দিন কাজের গন্ডিকে গুঁড়িয়ে দিয়ে মেধা সংরক্ষণ ও বেধা বিকাশে নিজেকে বেশি ব্যস্ত রেখেছে। যার ফলাফলটা পেতে আরো তিনটা বছর লেগে যাওয়ার কথা।
আলেকের বিশ্বাস এখনও সে নিজ পেশায় খুব ভালো করবে আর এই জন্য সে পেশাগত দক্ষতা বাড়াতে সে নানান রকমের উপকরণ সংগ্রহ করে যাচ্ছে। উপকরণগুলির ভান্ডার সেই সাথে নিয়মিত অনুশিলন তাকে পেশাগত দিক থেকে দক্ষ একজন মানুষ হিসাবে তার প্রকাশ ঘটবে এটি আলেবের বিশ্বাস।
কি ভাবে একজন সফল মানুষ হওয়া যায়, দক্ষ মানুষ, গুরুত্ব-পূর্ণ মানুষ হওয়া যায় ইদানিং তার পড়া ও লেখা সংগ্রহের ধরণ দেখে এটি বেশ ষ্পষ্ট।
বর্তমান পড়া ও লেখা সংগ্রহের ধরণ এবং সেই সাথে নিয়মিত অনুশিলনটা যদি বজায় রাখতে পারে তবে তার সফল হতে কোন বাঁধা থাকার কথা নয়, সেই সাথে ইংরেজী ভাষার দক্ষতা, প্রযুক্তি সাথে তাল মিলিয়ে চলা, অর্থনৈতিক বিষয়, প্রযুক্তি, চলমান বিষয় প্রবাহ, পরিবর্তিত বিষয় সমূহকে মানিয়ে নেওয়াকে প্রধান্য দেওয়া।
তারিখঃ অক্টোবর ১৯, ২০২১
রেটিং করুনঃ ,