বর্ণিলা সূচনা কথা- পর্ব-সাতাশ।
মাঝে মাঝে বর্ণিলা অলকের কাছে অবর্ণিল হয়ে দেখা দেয়, এর কারণটা হতে পারে মনের মধ্যে চেপে রাখা এক ধরেণের ক্ষোভ, অস্বস্থিবোধ, জীবনের চাওয়ার সাথে অমিল। মাঝে মাঝে অলক লক্ষ্য করেছে তার মধ্যে এক ধরেণের অস্থরতা, কর্ম ক্ষেত্রে কাজের অতি মানসিক চাপের কারণে এমনইটাই হওয়ার কথা। বর্ণিলা সহজে ভেংগে পড়ার মত না।
কর্ম ক্ষেত্রে কাজের চাপ, এতঘুঁয়েমিতা এইসব কারণে যেন বর্ণিলা উচ্ছ্বাসহীন, আলোকহীন, ম্লান যা তার বৈশিষ্ঠের বাইরে। দৈনন্দিন পোশাকে বৈচিত্রহীন, একই পোশাকে দুই দিন পরিধানে, নতুন পোশাকের সমারহোও কম। হৈ চৈ যেন হারিয়ে যাওয়া আর তার পাশাপাশি অলক যেন খুব দুরুত্বে; নজরে পর্যবেক্ষণে খুব ক্ষিণ ধারায়।
কিন্তু অলক জানে আসল কাঠামোর বা ভিত্তির সহজে পরিবর্তিত হয় না; কিছু নড়চড় হলেও তা স্বাভাবিক গোলাকার বিশ্বে বেশি ভাগেই আগের অবস্থানে চলে আসে। ঠিক তাই, আজ বর্ণিলা এসেছে জৌলুস সাজে খট খট হিল জুতায়। মুখে শরীরে আলোকিত লবণ্যের ছড়াছড়ি শুধু যে আজ তা নয় গত কয়েক দিন ধরে লবণ্যেরের একটি স্থায়ি রূপ নিয়ে বর্ণিলার চলাচল, লবণ্যেময় আয়োবয়ে।
অলকের সামনে বর্ণিলার চলাচল খুব ভালো লাগায়, মনে প্রফুল্লতা জাগায় তার কর্মের গতি বাড়ায়, উচ্চ চিন্তা ধারায় চলাচলের পথ দেখায়। অলকের আলোক-বর্তিকা অর্থই বর্ণিলা।
তারিখঃ সেপ্টম্বর ১৬, ২০২১(অ)
রেটিং করুনঃ ,