বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ২১ আগস্টের গ্রেনেড হামলার ঘটনা ছিল বাংলাদেশের রাজনীতি থেকে বিএনপিকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র। ১/১১-এর সঙ্গে বিএনপির যাঁরা জড়িত ছিলেন, তাঁরাই এখন বিএনপি চালাচ্ছেন। তিনি বলেন, ‘এ বিষয়ে আমার বলার কিছু নেই।’
আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা বলেন। তারেক রহমানের ১৪তম কারামুক্তি দিবস উপলক্ষে ‘ওয়ান-ইলেভেনের ষড়যন্ত্র এবং আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন।
গয়েশ্বর চন্দ্র বলেন, ‘মুক্তিযুদ্ধের সঙ্গে যুক্ত কাউকে নিয়ে কথা বলার অধিকার আওয়ামী লীগের নেই। মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কথা বলা যুদ্ধাপরাধ। আমরা এদের (আওয়ামী লীগ) বিরুদ্ধে ট্রাইব্যুনাল গঠন করব, তাদের বিচার হবে। তারা তো আলবদর-রাজাকারের চেয়েও খারাপ।’
গয়েশ্বর রায় বলেন, ‘শেখ হাসিনার লক্ষ্য হচ্ছে যত দিন ক্ষমতায় থাকা যায় তত দিন থাকব। যত দিন শক্তি আছে থাকব। এরপর হারিকেন দিয়ে খুঁজেও আওয়ামী লীগ-সমর্থকদের খুঁজে পাওয়া যাবে না। ডিএনএ টেস্ট করার পরও আওয়ামী লীগের পরিচয় দেবে না কেউ।’
গয়েশ্বর চন্দ্র বলেন, ‘এখন আমাদের একটা চল হয়ে গেছে, আওয়ামী লীগ নেতারা কিছু বলবে আর আমরা প্রতিদিন তার উত্তর দেব। আত্মরক্ষার্থের রাজনীতি কখনো রাজনীতির কৌশল হতে পারে না। আমাদের আক্রমণাত্মক হতে হবে, এমন কথা বলতে হবে যেন তাদের ঘুম না হয়। জিয়ার আদর্শ, রাজনীতি ধ্বংসের হাত থেকে রক্ষা করতে না পারলে বিএনপির অস্তিত্ব থাকবে না।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা বিলকিস ইসলাম ও সঞ্চালনা করেন মহাসচিব জাহাঙ্গীর আলম।
সূত্রঃ প্রথম আলো।
তারিখঃ সেপ্টম্বর ০৩, ২০২১
রেটিং করুনঃ ,