করোনাকালের এই সময়টিতে নিজেকে সঠিক ভাবে চালিত করতে হলে শুধু মাত্র চলমান কতকগুলি ভাবনা নিয়ে নিজেকে গুটিয়ে রাখলে একটি বৃত্ত বা গন্ডির মধ্যে বন্দি রাখা যাবে না। এই ধারাবাহকিতায় নিজের কর্ম-দক্ষতা ক্রমশঃ ক্ষিণ হয়ে আসবে। করোনা সচেতনতা, কর্ম-ক্ষেত্রের ভাবনা, পরিবার বা শুধু মাত্র সামনের দিনের দুঃচিন্তা মূলক ভাবনা থেকে নিজেকে বিরত রাখতে হবে।
ভাবনার জগতে তৈরী করতে হবে বিশাল স্বপ্নময় একটি রঙিন পৃথিবী, যেখানে থাকবে সাফল্যের নানান পরিকল্পনাময় চিন্তাধারা এবং বাস্তবায়িত হওয়ার জন্য প্রশিক্ষণ ও অনুশীলণ।
পাশের দেশে কি হচ্ছে কিম্বা সারা বিশ্বে ! কেমন অর্থনীতির ধারা, সেখানকার জীবনধারা কেমন চলছে! সাফল্যময় কাহিনীগুলি ভালো ভাবে পরখ করা। হতে পারে ভাবনার খোরাক সাহিত্য কবিতা গান, যারা চলচিত্রের সাথে জড়িত তাদের বর্তমান জীবন ধারা। খেলা-ধূলা জগতের সাথে তারা ! বিজ্ঞান কথা, ভ্রমণ কথা এইসব।
এই সময়টিতে পজেটিভ ধারার নানান চিন্তাধারা মাথায় রেখে নিজেকে ব্যস্ত রাখা সবচেয়ে গুরুত্ব পূর্ণ। চলাচলে যখন বাধা আছে তাই প্রয়োজন ঘরের মধ্যে ঘড়ি ধরে হাটাহাটি করা, শারীরিক ব্যয়াম, নিজেকে ব্যস্ত ও প্রফুল্ল রাখার সকল অস্ত্রের সফল ব্যবহার। হতাশায় সময় কাটিয়ে দিলে আলোকিত সময় দিন কখনই আনবে না। তাই চাই আলোকিত ও প্রফুল্লময় জীবন ক্ষণ।
তারিখঃ এপ্রিল ২২, ২০২১
রেটিং করুনঃ ,