করোনাকাল আর এই সময়ে লকডাউনে নিন্ম ও মধ্য বিত্তের আয় অর্জন কমে যাচ্ছে ব্যপকভাবে সেই সাথে মাথা চাড়া দিয়ে উঠছে বেকারত্ব।
যদিও বা পোষাক শিল্পগুলি চালু তাই আপাতত আয় অর্জনে তেমন প্রভাব পড়ার কথা নয়, কিন্তু কর্মে ঝুঁকিটা প্রবল।
নিজেকে একজন কম আয়ের মানুষ হিসাবে চিহ্নিত করে সঞ্চয় মুখি করে তোলাই এখন গুরুত্বপূর্ণ। কর্ম হারানোর বিষয়টি মাথায় রেখে কর্মের প্রতি প্রবল আগ্রহী হয়ে নিজের একটি ভাল অবস্থান প্রতিষ্টা করা ছাড়া এই মূহুর্তে কোন বিকল্প নেই।
একজন চৌকষ ও পেশাদার মানুষ হিসাবে নিজেকে প্রতিষ্টিত করতে বড় প্রযোজন হবে কর্ম ক্ষেত্রের সকল দিকে অধিক গুণের মনযোগি হওয়া সঠিক কর্মটি করা, সহযোগিদের মনভাব নিরিক্ষণ করা, তাদেরকে সহযোগি করা।
কর্মক্ষেত্রের সকল বিষয়ে অধিকতর সংযুক্ত হওয়া ও সকলের সাথে এক হয়ে কাজ করে নিজের কর্মকে মজবুত করা যাতে করে কোন ভাবেই একজন অপ্রয়োজনীয় মানুষ হিসাবে তৈরী না হই, নিজেকে গুরুত্বপূর্ণ একজন মানুষ হিসাবে প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়ে এখন এগিয়ে চলার সময় এবং তা বাস্তবে প্রমান করা, নিজের দূর্বল জায়গাগুলি চিহ্নিত করে সেখানে সময় দেওয়া সকল শক্তি প্রযোগ করে সময়ের সাথে প্রযুক্তির সাথে নিজেকে যোগ্য করে তোলা
তারিখঃ এপ্রিল ২১, ২০২১
রেটিং করুনঃ ,