করোনাকালের এই সয়মটা কর্মহীন ও বেকারত্বের হার বৃদ্ধির সময়কাল। কর্মক্ষেত্রে বড় ধরণের ঝুঁকি উঁকি দিয়ে যাচ্ছে। কর্ম-ক্ষেত্রে কর্ম তৎপর হয়ে থাকাটা সবচেয়ে জরুরী, যেন কর্মই ধর্ম।
কর্মক্ষেত্রে ভালো একটি পেক্ষাপট ও সুনাম থাকলেও এক ধরণের উদাসীনতা কর্মের প্রতি অনিহা বা সঠিক ভাবে মনোযোগি না হওয়ার একটি প্রবণতা খুব ষ্পষ্ট।
কর্মে মনোযোগি না করতে পারলে সামনে যে বড় বিপদ তাও ষ্পষ্ট। বারবার কর্মমুখি হওয়ার পরিবল্পনা থাকলেও বাস্তবে তা বাস্তবায়ন হচ্ছে না অবেশেষে পিছিয়ে যাওয়ার প্রবণতা প্রখর।
প্রচলিত কর্মধারাকে উল্টিয়ে কর্ম-মুখি ও কর্মের প্রতি প্রবল ভাবে মনোযোগি হওয়া ছাড়া সেই সাথে সকল ক্ষেত্রে সজাগ ও কড়া দৃষ্টি না থাকলে কোন ভাবে উন্নতি সম্ভব নয়। প্রথমতঃ মন থেকে ঝেড়ে ফেলতে হবে হতাশা, ভয়-ভীতিকে, যদিও করোনা মনের কোণে একটি প্রভাব ফেলে চলেছে অনবরত।
কর্মক্ষেত্রে উন্নতির জন্য পরিচিত মহলে বেশি যোগাযোগ, বেশি করে কর্ম বিষয়ে একাগ্রচিত্ত, কর্মের ফলাফল উদ্ধার করা, বিনয়ীভাব জাগিয়ে তোলা সেই সাথে ইগো থেকে নিজেকে দূরে রাখা।
এই করোনাকালে ও বিপদমুখি সময়ে নিজেকে সুরক্ষা ও সঠিক পথে চলা ছাড়া আর কোন বিকল্প নেই, একবার নিচে পড়ে গেলে আর উদ্ধার সম্ভব নয়। শত নির্যিতনের মুখে পরিশ্রমকে সাহসকে সাথে নিয়ে এগিয়ে যেতে হবে আর প্রতিযোগিকে নিচে ফেলে দিতে হবে।
তারিখ: এপ্রিল ২০, ২০২১
রেটিং করুনঃ ,