ভারতে ভয়াবহ রূপ নিয়েছে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ। আজ সোমবার এক দিনে আক্রান্ত পৌনে তিন লাখ। প্রতিদিনই ভেঙে যাচ্ছে আগের দিনের রেকর্ড। অনেক রাজ্যই হয় আংশিক লকডাউন, না হয় কারফিউ দিচ্ছে। আরোপ করছে বিভিন্ন বিধিনিষেধ। এর জেরে ভারতের অর্থনীতি ঘুরে দাঁড়ানো নিয়ে আবার সংশয় তৈরি হয়েছে। প্রবৃদ্ধির পূর্বাভাস আবার কমাতে শুরু করেছে মূল্যায়ন ও উপদেষ্টা প্রতিষ্ঠানগুলো। অথচ কয়েক মাস আগেই তারা প্রবৃদ্ধির উজ্জ্বল পূর্বাভাস দিয়েছিল।
আর্থিক খাতের বিশ্লেষক প্রতিষ্ঠান জেপি মরগ্যান ভারতের প্রবৃদ্ধির পূর্বাভাস ১৩ শতাংশ থেকে কমিয়ে ১১ শতাংশ করেছে। ইউবিএস ১১ দশমিক ৫ শতাংশ থেকে হ্রাস করে ১০ শতাংশ করেছে। পরিস্থিতি এমন জায়গায় গেছে যে মহামারির দ্বিতীয় ঢেউ যে ক্রেতা এবং বিনিয়োগকারী উভয়ের জন্য আরও অনিশ্চয়তা তৈরি করছে, গতকাল রোববার সেই কথা স্বীকার করে নিল ভারতের সরকারি থিঙ্কট্যাংক নীতি আয়োগ। সেই সঙ্গে আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমারের আশ্বাস, প্রয়োজন হলে আবার ত্রাণ প্রকল্প এনে সাহায্য করবে কেন্দ্র।
মহামারি মোকাবিলায় নেওয়া লকডাউন পদক্ষেপের কারণে গত বছরের বেশির ভাগজুড়েই প্রায় স্তব্ধ হয়েছিল ভারতের আর্থিক কর্মকাণ্ড। যার জেরে ভারতের প্রবৃদ্ধির রেখা নিম্নমুখী হয়।
সূত্র: প্রথম আলো
তারিখ: এপ্রিল ১৯, ২০২১
রেটিং করুনঃ ,