এই যে শহিদ মিনারে পুষ্পার্পণ করে আসেন। সেই শহিদ মিনারের ‘শহিদ’ আরবি শব্দ, ‘মিনার’ ফারসি শব্দ। আর ‘পুষ্প’ সংস্কৃত শব্দ।
এই শব্দগুলোকে বাংলা ভাষায় মেনে নিয়েছে যে প্রতিষ্ঠান ‘বাংলা একাডেমি’ সেই বাংলা একাডেমির ‘একাডেমি’ আবার ইংরেজি শব্দ।
এই যে এতগুলো বিদেশী শব্দের ভীড়ে আমি দুয়েকটা ইংরেজি বলতে কমফোর্ট ফিল করি এটা কারও সহ্য হয় না।
এখন আবার বলবেন, আরে মিয়া ইংরেজি ঢুকাইও না কমফোর্ট বলছ কেন? আরাম বল।
এদিকে আরাম আবার ফারসি শব্দ। কি মুসিবতে আছি কন তো! এদিকে মুসিবত আবার আরবি শব্দ
লেখক: অনিন্দ্য সেন
সূত্র: সংগৃহিত।
তারিখ: মার্চ ১০, ২০২১
রেটিং করুনঃ ,