টম অ্যান্ড জেরি, দুষ্টু মিষ্টি দুটো বিড়াল আর ইঁদুরের কীর্তি আমার মতো অনেককেই একটা সোনার শৈশব দিয়েছে। আপাত দৃষ্টিতে দেখলে একটা বোকা বেড়াল আর চালু ইঁদুরের লড়াই আর মারামারি মনে হবে বটে, কিন্তু তাদের ভালোবাসা, লড়াই শেষে আবার গলায় গলায় হওয়া আর সবসময় একসাথে থাকার অভ্যাস টা ঘুরিয়ে ফিরিয়ে সম্প্রীতির কথা বলে। টম অ্যান্ড জেরি মন ভালো করা নির্মল হাসির রসদ। শিখিয়েছে ভালোবাসা, সম্পর্ক, sibling rivalry এর খুনসুটি, আরো অনেক কিছু।
১০ ই ফেব্রুয়ারি, ১৯৪০,উইলিয়াম হান্না আর জোসেফ বারবারা টম অ্যান্ড জেরির জন্মদিন। একাশি টা বছর পেরিয়ে আজ টম আর জেরি র দুষ্টু মিষ্টি বন্ধুত্বের ৮২ তম জন্মদিন। আশি পেরোক কিংবা আটশো টম আর জেরি কখনো বুড়ো হবে না। প্রজন্মের পর প্রজন্ম, পরপর শৈশবে ওরা রামধনু রং ছড়িয়ে যাবে। আমাদের মনের মণিকোঠায় আজন্ম কাল থেকে যাবে ওরা। কার্টুনেই তো দেখাতো টম আর জেরি কে যত ই মারো, আকাশ থেকে পড়ে গেলো , জেরি টমের মাথায় বোম ফাটালো, টম জেরিকে গরম তেলে ভেজে ফেলল, কিছুক্ষণ পর দ্যাখো আবার দুষ্টুমি শুরু করেছে। টম আর জেরি মরে না। ওদের মৃত্যু নেই।
নস্টালজিয়াকে একটু উস্কে নিয়ে
জন্মদিনে টম অ্যান্ড জেরি কে কমিকস ট্রিবিউট।
লেখা ও আঁকা-স্বাগতা সরকার মিষ্টু।
সূত্র: সংগৃহিত।
তারিখঃ ফেব্রুয়ারী ১০, ২০২১
রেটিং করুনঃ ,