আজ বাংলা মাঘ মাসের ২৭ তারিখ। রৌদ্রোজ্বল ঝকঝক শীতের সকাল জানান দিচ্ছে শীত ঋতুর বিদায় বার্তা, মিষ্টি রোদের সকালের অনুভূতিটা ছিল এক অসাধারণ যা জীবনের অনুভূতির খাতায় খুঁদিত করে লেখা।
বিগত কয়েক সপ্তাহ দেশের মানুষকে কক কন শীত প্রায় পাথর বানিয়ে ছেড়েছিল, ভুগান্তিতে পড়ে ছিল বিশেষ করে হত দরিদ্র সাথে মধ্য বিত্তের খাতায় যাদের নাম লিখা। শীত যেন আঁকড়ে রেখে ছিল বিশাল এক পাথরে যাকে কোন ভাবে সরিয়ে দেওয়া নি। রোগ বালাইের সাথে বহু মানুষের মৃত্যের কারণ ছিল। পাশাপাশি বিলিয়ে অনেক সজীবতা, দিয়েছে ভ্রমণের সুযোগ, নানান রসালো খাবারের আয়োজন।
শীত ঋতু বিদায়ের পথে আবারো থাকবো সেই প্রিয় বা তিক্তকর কনকন শীতের অপেক্ষায়।
তারিখ: ফেব্রুয়ারী ০৯, ২০২১
ছবি: নেট থেকে সংগৃহিত।
রেটিং করুনঃ ,