আজকের তারিখ 12121 ( 12-1-21 )একটি প্যালিনড্রোম সংখ্যা!
এমন একটা সুন্দর প্যালিনড্রোম দিনে প্যালিনড্রমিক নিয়ে একটা বড় লেখা সবার জন্য !
প্যালিনড্রোম ( অর্থাৎ সামনে থেকে এবং পিছন থেকে সমান.উভয় দিক থেকে পড়লে একই! )
(P)বাংলায় প্যালিনড্রোম বাক্য
# সিমার মাসি
# বল খেলব
# বই চাইব
# ঘুরবে রঘু
# নাম লেখালেম না
# বিকল্প কবি,
# তুমি কি মিতু ?
# মার কথা থাক রমা
# কীর্তন মঞ্চ পরে পঞ্চম নর্তকী
# কাক কাঁদে কাঁক কা
# চেনা সে ছেলে বলেছে সে নাচে
# তাল বনে নেব লতা
# চার সের চা
# ঠাকুরদাদার কুঠা
# খা সমস্ত রুটি রুস্তম সখা
# না না কেনা না।
# না বললে লব না
# ওর মা আজ আমারও
# বিরহে রাধা নয়ন ধারা হেরবি
# থাক রবি কবির কথা
# মামাতো মামা
# কাকা তো কাকা
# রবীন দা দানবীর।
(A)বাংলায় প্যালিনড্রোম নাম
# নিধুরাম রাধুনি
# সুবল লাল বসু
# রমা কান্ত কামার
# সদানন দাস,
# রায়মণি ময়রা,
# হারান রাহা
# ইলু দলুই
# সুবর্ণা বসু
# সদাই দাস
(N)বাংলায় প্যালিনড্রোম শব্দ:
মরম, মলম, দরদ, জলজ, বনমানব, নবজীবন, সহিস, কালিকা, সরেস, তফাত, বাহবা, সন্ন্যাস, সন্ত্রাস, নরুন, তখত, কন্ক, নয়্ন ,সরস, নিড়ানি,,খামোখা, কালিকা, হুবহু,ইহাই ,বলিব
(C)বাংলাভাষায় সব থেকে বড় প্যালিনড্রোম হল-
# চেনা সে ছেলে বলেছে সে নাচে!
(H)আশ্চর্যের ব্যাপার এই যে খ্রীষ্টধর্ম অনুযায়ী পৃথিবীর প্রথম শব্দ ছিল প্যালিনড্রোম! জানেন কি কেউ কি সেই শব্দ?
আদম প্রথম ইভকে introduce করেছিল এই বলে! !!
# MADAM IN EDEN I’M ADAM !!!
🤓🤓🤓
(A)ইংরেজিতে এই প্রবাদটা ও দেখুন!
RATS LIVE ON NO EVIL STAR
(N)ইংরেজি প্যালিনড্রোম বাক্য
# Do geese see God?
# Was it Eliot’s toilet I saw?
# Murder for a jar of red rum.
# Some men interpret nine memos.
# Never odd or even.
# Step on no pets
# Top spot
# Was it a cat I saw?
# Eva, can I see bees in a cave?
# No lemon, no melon
# A man, a plan, a canal, Panama.
(A’)সাহিত্যে প্যালিনড্রমিক :
বিদূষক’ পত্রিকার কর্ণধার শরৎচন্দ্র পণ্ডিত (দাদাঠাকুর ) লিখেছিলেন, “কীর্তন মঞ্চ’পরে পঞ্চম নর্তকী”, আবার লুইস ক্যারল তাঁর বিখ্যাত Allice in Wanderland-এ লিখলেন, “Was it a cat I saw ?”, বিখ্যাত ইংরেজ লেখক লাই মার্সার লেখেন, “A man, a plan, a canal – Panama “…এই বাক্যটির প্যারডি করে লণ্ডনের J.A.Lindon লিখলেন, “A dog, a pant, a panic in a Patna Pagoda”….সবই আশ্চর্য রকমভাবে পলিনড্রমিক।
(N )এখানেই শেষ নয় ইংরাজী সাহিত্যে আরও বহু নিদর্শন আছে। যেমন:
# “Pupils roll a ball or slip up”
# “No ‘x’ in ‘Mr R M Nixon’?”
ইত্যাদি ইত্যাদি …..
(M)এবার আসা যাক গণিতের কথায়।
সেখানেও আছে পলিনড্রমিক নম্বর।
142857 ছয় অঙ্কের এই সংখ্যাটিকে 1 থেকে 6 দিয়ে গুণ করলে প্রতিক্ষেত্রে গুণফল যা পাওয়া যায় তা ভীষণ মজাদার। দেখা যায় যে সংখ্যাগুলি কেবলমাত্র পর্যায়ক্রমিক স্থান পরিবর্তন করেছে মাত্র।
প্রশ্ন জাগে, আচ্ছা! এই 142857 এলো কোথা থেকে ?
আসলে 1 কে 7 দিয়ে ভাগ কে দেখলেই দেখবেন মজাটা…..
(A)আচ্ছা গণিতে কি আর কোনো পলিনড্রমিক নম্বর নেই ?
নিশ্চয়ই আছে ।
পরবর্তী পলিনড্রমিক নম্বর পাওয়া যাবে 1কে 17 দিয়ে ভাগ করে। আর সেটি হবে 16 অঙ্কের একটি পলিনড্রমিক নম্বর।
যাচাই করে দেখুন না মজাটা……
(N)গনিতে আরও
11×11=121
111×111=12321
1111×1111=1234321
11111×11111=123454321
111111×111111=12345654321
….……
(D)59+95=154,
154 + 451 = 605 ,
605 + 506 = 1111.
237 + 732 = 969 ,
969 + 969 = 1938 ,
1938 + 8391 = 10329 ,
10329 + 92301 = 102630 ,
102630 + 036201 = 138831.
(A)জেনেটিক্স এ ও প্যালিনড্রমিক !!
জেনেটিক্স এ DNA এর nucleotide base sequence ও palindromic হতে পারে !!
GAATTC is a palindrome of CTTAAG.
সত্যি কত কিছুই না কাকতালীয়! আজকের এই প্যালিনড্রোম দিনে!
*১২১২১*
সূত্র: সংগৃহিত।
তারিখ: জানুয়ারী ১২, ২০২১
রেটিং করুনঃ ,