বই নিয়ে মজার কিছু তথ্য ~
১. হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরীতে ৪ খানা বই আছে যা মানুষের চামড়া দিয়ে বাঁধাই করা।
২. মাথা পিছু বই পাঠের দিকে শীর্ষে হলো আইসল্যান্ড ।
৩. বই পড়া মানুষের অ্যালজাইমার রোগে আক্রান্ত হবার সম্ভাবনা অপেক্ষাকৃত কম।
৪. ব্রাজিলের কারাগারে প্রতি একটি বই পাঠের জন্য ৪ দিন সাজা মওকুফ হয় ।
৫. ভার্জিনিয়া উলফ তাঁর সব বই দাঁড়িয়ে লিখেছিলেন।
৬. সবচেয়ে চুরি হয় যে বইটি সেটা হলো বাইবেল।
৭. রুজভেল্ট প্রতিদিন গড়ে ১ টি বই পড়তেন।
৮. শুধুমাত্র দাবা খেলার উপরই ২০০০০+ বই আছে।
৯. ভিক্টর হুগোর লা মিজারেবল বইয়ে একটি বাক্য আছে যেখানে ৮২৩টি শব্দ ।
১০. হারি (Hurry), এডিকশন ( Addiction) এসব শব্দ শেক্সপিয়ারের আবিস্কার ।
১১. নিউইয়র্ক পাবলিক লাইব্রেরীর সব বই একসাথে লাইন করে রাখলে ৮ মাইল লম্বা হবে।
১২. লিও টলস্তুয় বিশাল উপন্যাস ওয়ার এন্ড পিসের পান্ডুলিপি তাঁর স্ত্রী হাতে লিখে ৭ বার কপি করেছিলেন ।
১৩. নোয়াহ ওয়েবস্টার তাঁর প্রথম ডিকশনারী লিখতে সময় নিয়েছিলেন মাত্র ৩৬ বছর ।
১৪. আর ‘বঙ্গীয় শব্দকোষ’ নামক অভিধানটি তৈরি করতে হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের কতদিন লেগেছিল? প্রায় গোটা জীবন। সেইসঙ্গে ছিল প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই।
তথ্য সংগৃহীত।
তারিখ: নভেম্বর ১০, ২০২০
রেটিং করুনঃ ,