হরিণ এক লাফে ২৩ হাত পর্যন্ত যেতে পারে,
আর বাঘ এক লাফে ২২ হাত পর্যন্ত যায়।
এদের একসাথে দৌড়াতে দিলে বাঘ কখনো হরিণকে ধরতে পারবে না। কিন্তু হরিণ মাঝে মাঝে পিছনের দিকে তাকিয়ে বাঘের দুরত্ব দেখার চেষ্টা করে। হরিণের সব থেকে বড় ভুল পিছনের দিকে তাকিয়ে অন্যের অবস্থান জানতে চাওয়া, এজন্যই হরিণ বাঘের শিকার হয়।।
তাই হরিণের মতো আমরা কোনো ভুল করবো না।
জীবনে অনেক ভুল ও স্মৃতিময় গল্প থাকবে,
এটা নিয়ে এতো বেশি চিন্তা করা যাবে না।
বার বার নিজের ভুল ও স্মৃতিগুলোর দিকে না তাকিয়ে নিজের লক্ষ নিয়ে সামনের দিনগুলো ব্যস্ত থাকতে হবে, তবেই মিলবে কাঙ্ক্ষিত সফলতা।।
সংগৃহিত
*লেখক:-Saida Zahin*
তারিখ: সেপ্টম্বর ১৪, ২০২০
রেটিং করুনঃ ,