জীবনের সামনে দুইটা পথ অপেক্ষা করে; একটি উঁতে উঠার আর অন্যটি নিচে নেমে যাওয়ার, উপরে উঠার যাত্রী অনেক বেশি নিচে নেমে যাওয়ার তুলনায়! উঁচুতে বা উন্নত পথ ধরে পথ চলা অনেক কঠিন ফলাফল ভালো ও উজ্জ্বল সেই কারণে মানুষের মধ্যে এতো প্রতিযোগীতা এটি একটি ভালো লক্ষ্য কিন্তু এই প্রতিযোগীতাই মানুষকে দিনে দিনে বিপদের মধ্যে ফেলে দিচ্ছে। তৈরী হয়ে যাচ্ছে নিঁচু মানের জীবনের পথে চলার প্রবণতা। মানুষ বেঁছে নিচ্ছে বিপদ সঙ্কুল পথ তৈরী হচ্ছে সমাজে অস্থিরতা।
খুব সহজে উপরে উঠার যে পথ তা প্রকৃত পক্ষ্যে নিচে নেমে যাওয়ার পথ কিন্তু অনেক দূর যাদের দেখার ক্ষমতা থাকে না তারাই এই পথের যাত্রী হয়, সাময়িক একটি লাভ-বান হওয়ার সন্ধান পেলেও অবশেষে শোচনীয় পথে তাদের পরিসমাপ্তি ঘটে। অতীতে ঘটে যাওয়া এই ধরণের নানান ঘটনা থেকে মানুষ শিক্ষা নিতে চায় না তাই এই পথে মানুষ বেশি করে ঝুঁকে পড়ে।
জীবনের পথ নিবার্চন করে উন্নত মানের পথ অতিক্রমকারীরাই সব সময় জয়ি হয়েছে এবং জয়ি হতে থাকবে।
তারিখঃ সেপ্টম্বর ১৩, ২০২০
রেটিং করুনঃ ,