Welcome to rabbani basra

আমার লেখালাখির খাতা

শুরু হোক পথচলা !

Member Login

Lost your password?

Registration is closed

Sorry, you are not allowed to register by yourself on this site!

You must either be invited by one of our team member or request an invitation by email at info {at} yoursite {dot} com.

Note: If you are the admin and want to display the register form here, log in to your dashboard, and go to Settings > General and click "Anyone can register".

খুশবন্ত সিং এবং জন্মের ১০০ বছর (২০২০)

Share on Facebook

ফেব্রুয়ারির ৩ তারিখে গল্পকথক [ কথাশিল্পী না ] খুশবন্ত সিং এর জন্মের ১০০ বছর হলো (জন্ম ২ ফেব্রুয়ারি ১৯১৫, মৃত্যু ২০ মার্চ ২০১৪ বয়স ৯৯ ) । এর ৯৯ বছরই নিজেও বেঁচে থেকে ভোগ করে গেছেন এই তীব্র ইহবাদী ,পরিহাসপ্রিয়, কবিতাপ্রেমী,অকুতোভয় মৌলবাদবিরোধী , অননুতাপিত অজ্ঞেয়বাদি [agnostic],আত্মরম্ভি সাংবাদিক লেখক ।

ভবিষ্যতের মানুষ যদি কেউ মনে রাখে তবে তাকে কি হিসেবে মনে রাখবে ? ভারতের ডানপন্থি হিন্দুদের কথিত- ‘ভারতের মাটিতে জন্ম নেয়া শেষ পাকিস্তানি’ হিসেবে, না ‘ইন্দিরা গান্ধীর ‘চামচা হিসাবে- যার জন্য তাকে ‘খোশামোদ সিং’ বলা হতো ? তিনি প্রথা ও প্রতিষ্ঠান বিরোধীকারীও, আবার আপন দেশ জাতি ও ধর্মের প্রতি বিদ্বেষপরায়ন,বিদ্রুপকারী ।

তার ছিল সবার প্রতি অপকার[ malice ] করার প্রবল এক বিকৃত মানসিকতা এবং ছিলেন একজন দাম্ভিক । তিনি প্রবলভাবে যৌনকাতর ,আছে বিকৃতমনস্কতা – তার প্রথম দিককার বেশকিছু উপন্যাস নিয়ে প্রায় কেলেঙ্কারীজনক অবস্থায় পড়েছিলেন । এছাড়াও লাম্পট্যতা ও কূ-ভাষীতা-পার্লামেন্টে তার বিতর্কে তার প্রমান মিলে ।

আর ছিল সবচেয়ে কম পড়েও সবকিছু জানার ভনিতা । একজন তৃতীয় শ্রেণীর আইন ব্যবসায়ী অন্যদিকে একজন পাখি পর্যবেক্ষক ও আর্টলাভার- ।

তার একমাত্র সীরিয়স কাজ- শিখ জাতির ইতিহাস লেখা ।

আমার কাছে তাকে মনে হয় তিনি,একটু মোটা দাগে বললে- ভারতীয় তসলিমা নাসরিন । তসলিমার লজ্জা’র মতই ‘ট্রেন টু পাকিস্তান-একটি সংখ্যালঘূদের মর্মযাতনা ,অন্যটিতে ভারতীয় উপমহাদেশ ব্যবচ্ছেদকালের একটি মর্মরস্পর্শী দলিল ; তসলিমার যৌনতা বিষয়ে লেখার মত তারও ছিল যৌন বিষয়ে বেশরম স্পষ্টবাদীতা , সবার অপকারেচ্ছা নিয়ে ক’ এর মত আত্মজীবনি , প্রতিষ্ঠানবিরোধীতা এবং তসলিমার মতই ধর্মসহ নানা বিষয়ে স্পর্শকাতর জায়গায় আঘাত করার মানসিকতা । তসলিমার কথিত ভারত-তোষণের মত তারও আছে পাকিস্তান প্রসন্নতা ।

সবচেয়ে ইন্টারেস্টিং- আমাদের মধ্যে যারা তসলিমার কর্মকান্ডের জন্য তার ভীষণ সমালোচক,প্রায় একই রকম ভুমিকাতে তারাই আবার খুশবন্তের ভীষণরকম ডাইহার্ট ভক্ত ।

নিজের এপিটাফে লেখেন-‘এখানে একজন শুয়ে আছে যে কোন মানুষকে যেমন ছাড়েনি, তেমনি ঈশ্বরকেও’ [ Here lies one, who spared neither man nor God ]
তার সবচেয়ে বহুল ব্যবহৃত কোটেশন-‘মদ দোষের নয় ,দোষ মাতাল হওয়া –
(নেট এর সহয়োগীতায়-)

সংগৃহিত : ফেব্রুয়ারী ০৩, ২০২০

রেটিং করুনঃ ,

Comments are closed

বিভাগসমূহ

Featured Posts

বিভাগ সমুহ