বর্তমানের বন্যার পানি একদিন নেমে যাবে, বন্ধ হবে নদী ভাঙ্গন, দূর হবে মানুষের নানান দূর্ভোগ তবে খুব দ্রুত গতিতে না হলেও ধীরে ধীরে দেশের অর্থনীতির ভীত দূবর্ল হয়ে যাচ্ছে। সাথে দূর্বল হচ্ছে সমাজ কাঠামো ও নিয়ম শৃঙ্খলা, জীবন দশায় আর আগের দিনে ফিরে যাওয়া যাবে না – এই হতাশাটুকু রেখে গেলাম।
দেশের মানুষ দৈনন্দিন খরচ কমিয়ে, সঞ্চয় ভাঙ্গিয়ে বর্তমান দিনগুলিকে চালিয়ে নিলেও এমন সব দিন সামনে আসছে ঐ দিনগুলিকে সড়ানো আর পাহাড় সড়ানো একই কথা হয়ে দাঁড়াবে বহু মানুষের জীবনে।
তারিখ: জুলাই ২৯,২০২০
রেটিং করুনঃ ,