দিন ক্রমাগত বদলে যায় যদিও এই সময়টিতে দিন বদলে যাওয়ার গতি খুব তীব্র কিন্তু দিন বদলের সূচনা সেই আদি যুগ থেকেই, সেই পাথর যুগ থেকেই। সেই পাথর যুগ থেকে আমরা এখন আধুনিক ও প্রযুক্তির যুগে।
এখন মানুষকে জানার ধরণ পাল্টিয়েছে; প্রায় মানুষ অন্যের মন্দ দিকটাই বেশ ষ্পষ্ট করে দেখার চেষ্টা করে, মন্দ না হলেও তাকে মন্দ ভাবে কল্পনা করে, অন্যের কাছে প্রকাশ করার চেষ্টা করে যে সে মন্দ। এর পিছনেও একটি কারণ আছে অন্যকে মন্দ বলে নিজেকে ভালো বলে চালিয়ে দেওয়ার চেষ্টা।
মাঝে মাঝে বড় বিশ্মিত হই যখন দেখি মিথ্যাই সঠিক হয়ে প্রকাশ হয়, আর সত্য আড়ালে ঢাকা পড়ে যায় ! আবার খুব আনন্দিত হই যখন দেখি মিথ্যার মোড়কে ও জৌলুসে লুকিয়ে থাকা আসল সত্য বেড়িয়ে আসে ! সত্য তার নিজস্ব আলোতে সব সময়ই আলোকিত হয়ে উঠে।
তারিখ: জুলাই ২৪, ২০২০
রেটিং করুনঃ ,