১. সারা বিশ্বটাই যখন হোচট খেয়ে মুমূর্ষ থেকে এখন ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে তখন আমাদেরও উচিৎ সকল দুঃখবোধ, অসাহাযত্ববোধ দূর করে পূর্ণ মনোবল নিয়ে নতুন লক্ষ্যে নতুন উদ্দ্যমে, উচ্ছ্বাসে এগিয়ে যাওয়া।
যে ভাবে অসহায় মানুষের নানান দূর্বলতার সুযোগ নিয়ে ধান্ধাবাজরা, দূর্নীতিবাজরা সক্রিয় ! তাদের লক্ষ্য বাস্তবায়নে অনঢ় নতুন উদ্দ্যমে আর উচ্ছ্বাসে !!
২. একজন মহৎ মানুষের পাশে বা তাঁর ছবির পাশে দাঁড়িয়ে একটি ছবি তুললে মনে যে অনাবিল শান্তি পাওয়া যায় নিজেকে সুখি মনে হয় তা পরিমাপের বাইরে ! হোক না ছবি তোলা মানুষটা খুব দরিদ্র একজন !
অথচ আজ একজন দূূর্নীতিবাজ অনেক ভালো মানুষের পাশে ছবি তুলে ভালো মানুষগুলিকেও দুষিত করে তুলছে আর সেই দূূর্নীতিবাজের পাশে দাঁড়িয়ে আগামীর দূূর্নীতিবাজদের ছবি তোলার কি যে প্রতিযোগিতা !
৩. যখন চারিদিকে নানান অপকর্ম দেখি তখন খুব সরল মনে আমরা কত যে বলি – ওর এই হওয়া উচিত ! এর সেই হওয়া উচিত ! কিন্তু এই দেশে কোন “উচিত” ই সঠিক ভাবে কোন ক্রিয়া-বিক্রিয়া করতে পারছে না !!
৪. এটাও ভাবতে হচ্ছে যখন মানুষ অসহায়, জীবন শোচনীয় অবস্থায় তখন একদল অপকর্মকারি কত তেজী ! কত প্রাণবন্ত নিজের আখের গোছাতে !
জাতির সামনে আরো অনেক কঠিন কঠিন বিষয় আছে শুধু এক চিকিৎসক সাবরিনা আরিফ চৌধুরীর তিন দিনের রিমান্ড জিজ্ঞাসাবাদে কি কি কথা বেরিয়ে আসবে ! কি কি ঘটনা ঘটবে !
এইসব বিষয়ে চিন্তিত না থেকে বরং কে বা কারা প্রকৃত অপরাধী সেই দিকে খেয়াল দেওয়া আর কোন ক্রমেই যেন আসল অপরাধী ধরা ছোঁয়ার বাইরে থেকে না যায় ! অতীতের ধারাবাহিকতায় পুনরাবৃত্তি যেন না ঘটে !!
প্রকৃত অপরাধীর শান্তির নিশ্চয়তা চাই।
তারিখঃ জুলাই ১২, ২০২০
রেটিং করুনঃ ,