পুরাতন নিয়মকে ফেলে দিয়ে পরিস্থিতির কারণে নতুন অভ্যাসে এবারের এই ঈদুল ফিতরের ঈদ এক ভিন্ন ধারায় ঘর-কেন্দ্রীক ভাবে বিশেষ করে শহরে ঘর-কেন্দ্রীক বৈশিষ্টটা ছিল বেশি পরিমাপে।
ঈদকে নিয়ে যে একটি মৃদু শঙ্কিত অনুভব ছিল তা কেটে গিয়ে অনেকটাই ঘর-কেন্দ্রীক পরিবার কেন্দ্রীক আনন্দ ধারায় কেটেছে, আনন্দ ভাগাভাগির যোগাযোগটা ছিল উন্নত প্রযুক্তির কল্যাণে।
যে সব পরিবারে করোনা হানা দিয়েছে অবশেষে যে সব পরিবারে শোকের ছায়া নামিয়েছে; ঈদের আনন্দ ছিল তাদের থেকে অনেক দূরে। দূরের সান্তনা কোন কাজে আসে নি তাদের জন্যে। তাদের অসাহায়ত্ব, জীবন যন্ত্রণা, শূন্যতা এ সবই তাদের একান্তু অনুভবের ভাগাভাগি করার জন্য ছিল না।
জন্ম-মৃত্যু, প্রাকৃতিক দূর্যোগ, মহামারি এসবই মানুষের নিয়ন্ত্রনের বাইরে। মেনে নেওয়া ছাড়া মানুষের আর কিছু করার থাকে না। অনেক হাসি মুখের আড়ালে কত যে দুঃখ বেদনা বোধ! খুব কাছে থেকেও এইসব জানা হয় না আমাদের; জানা হয় না খুব কাছের মানুষেরও!
ঈদের ঐতিহ্য ধরে রাখতে সকলের প্রচেষ্টায় ঈদ উৎসব পালিত হয়েছে সমাজের সব স্তরে আনন্দের ধারায়, কালো মিশ্রিত ছোঁয়ায় সব মিলিয়ে এটাতেই আমাদের সন্তষ্টি।
প্রত্যাশা শুধু – সামনের দিনে ফিরে আসুক আমাদের সেই চেনা পরিচিত উৎসবের ঈদ। আনন্দ উৎসবের ঈদুল ফিতরের ঈদ। ধনী-গরীবের বিভেদ ভুলে বর্ণিল পোষাকের সাজে, অতিথি পরায়ণতার মাঝে আর কোলাকুলির মধ্য দিয়ে হৃদয় বিলিয়ে দেওয়ার ঈদ।
তারিখঃ মে ২৫, ২০২০
রেটিং করুনঃ ,