” প্রেম এসেছিল নিঃশব্দচরণে।
তাই স্বপ্ন মনে হল তারে। – রবীন্দ্রনাথ ঠাকুর।
কবিগুরুর জন্মজয়ন্তীতে আমাদের প্রতি সেকেন্ডের কবিকে কোটি শ্রদ্ধা,
তবে প্রসংঙ্গ ভিন্ন এই করোনা কালে!
জানা নেই করোনা কি এসেছিল নিঃশব্দচরণে ! যা বিন্দু মাত্র বুঝতে পারি নি এখনও। তাই স্বপ্ন মানে ভয়ংকর সব স্বপ্নদি বাসা তৈরী করে নিচ্ছে অজান্তে মনের গভীরে।
মনে যত সজীবতা ও প্রফুল্লতা বজায় রাখি না কেন ! মনের ভিতরে অবিরত জন্ম নিচ্ছে অসংখ্য অনিশ্চয়তার কুন্ডলী, অদ্ভুত সব আচরণ যা প্রকাশ করার বাইরে।
সামনের দিনের অনেক অনেক স্বপ্ন ভাঙ্গতে শুরু করেছে ,হয়তো আরও ভাঙ্গবে মহামারি রূপে, হয় তো আসবে না আর ফিরে কিছু দিন আগের সেই ফেলে আসা দিনগুলি।
তারপরও নতুন দিনের আলো দেখি, মহা মানবদের বাণী শুনি, নির্ভয় থাকি –
” উদয়ের পথে শুনি কার বাণী,
‘ ভয় নাই, ওরে ভয় নাই —
নিঃশেষে প্রাণ যে করিবে দান
ক্ষয় নাই তার ক্ষয় নাই। ” – রবীন্দ্রনাথ ঠাকুর।
তারিখ: মে ০৮, ২০২০
রেটিং করুনঃ ,